Search Suggest

চিরশিশু - কাজী নজরুল ইসলাম | Chiro Shishu by Kazi Nazrul Islam

চিরশিশু · লাইব্রেরি · নজরুল রচনাবলী (কাজী নজরুল ইসলাম) · কাব্যগ্রন্থ (নজরুল) · ছায়ানট চিরশিশু - কাজী নজরুল ইসলাম | Chiro Shishu by Kazi Nazrul Islam

চিরশিশু - কাজী নজরুল ইসলাম

নাম-হারা তুই পথিক-শিশু এলি অচিন দেশ পারায়ে।

কোন্‌ নামের আজ প’রলি কাঁকনম বাঁধনহারায় কোন্‌ কারা এ।।

     আবার মনের মতন ক’রে

     কোন্‌ নামে বল ডাক্‌ব তোরে!

     পথ-ভোলা তুই এই সে ঘরে

          ছিলি ওরে এলি ওরে

          বারে বারে নাম হারায়ে।।


ওরে যাদু ওরে মাণিক, আঁধার ঘরের রতণ-মাণি!

ক্ষুধিত ঘর ভ’রলি এনে ছোট্ট হাতের একটু ননী।

    আজ যে শুধু নিবিড় সুখে

    কান্না-সায়র উথলে বুকে,

    নতুন নামে ডাকতে তোকে

         ওরে ও কে কন্ঠ র”খে’

         উঠছে কেন মন ভারায়ে!

অস্ত হ’তে এলে পথিক উদয় পানে পা বাড়ায়ে।।

Chiro Shishu In English

Lyrics

Read More:

আসা করবো এই গানের লিরিক্স টি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন বাংলা গানের লিরিক্স, বাংলা গজল লিরিক্স, হিন্দী গানের লিরিক্সenglish song lyrics, Poem Lyrics, Song lyric captions পোস্ট দিয়ে থাকি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন গানের লিরিক এর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ।

একটি মন্তব্য পোস্ট করুন