Search Suggest

অন্তর-ন্যাশনাল সঙ্গীত (Antar National Sangeet) কাজী নজরুল ইসলাম

অন্তর-ন্যাশনাল সঙ্গীত - কাজী নজরুল ইসলাম

জাগো–

জাগো অনশন-বন্দী, ওঠ রে যত

      জগতের লাঞ্ছিত ভাগ্যহত!

   যত অত্যাচারে আজি বজ্র হানি’

   হাঁকে নিপীড়িত-জন-মন-মথিত বাণী,

   নব জনম লভি’ অভিনব ধরণী

    ওরে ওই আগত।।


   আদি শৃঙ্খলা সনাতন শাস্ত্র-আচার

   মূল সর্বনাশের, এরে ভাঙিব এবার!

    ভেদি’ দৈত্য-কারা!

    আয় সর্বহারা!

   কেহ রহিবে না আর পর-পদ-আনত।।


   কোরাস্‌ : 

     নব ভিত্তি ’পরে

   নব নবীন জগৎ হবে উত্থিত রে!

   শোন্‌ অত্যাচারী! শোন্‌ রে সঞ্চয়ী!

    ছিনু সর্বহারা, হব’ সর্বজয়ী।।

   ওরে সর্বশেষের এই সংগ্রাম-মাঝ,

   নিজ নিজ অধিকার জুড়ে দাঁড়া সবে আজ!

   এই ‘অন্তর-ন্যাশনাল-সংহতি’ রে

   হবে নিখিল-মানব-জাতি সমুদ্ধত।।

Antar National Sangeet In English

Lyrics

Read More:

আসা করবো এই গানের লিরিক্স টি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন বাংলা গানের লিরিক্স, বাংলা গজল লিরিক্স, হিন্দী গানের লিরিক্সenglish song lyrics, Poem Lyrics, Song lyric captions পোস্ট দিয়ে থাকি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন গানের লিরিক এর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ।

একটি মন্তব্য পোস্ট করুন