ভাবছি বসে লিরিক্স । Vabchi Boshe Song Lyrics In Bengali । Bangla Lyrics Dairy
Vabchi Boshe Lyrics Aurthohin:
ভাবছি বসে লিরিক্স । Vabchi Boshe Sung by Singer. This Vabchi Boshe Song Lyrics In Bengali Written by Unknown. I hope so would love to Read this song's Lyrics.
Vabchi Boshe Song Info:
- Song : Vabchi Boshe
- Subtitle: Mh MosTafa
ভাবছি বসে লিরিক্স - অর্থহীন
ভাবতে কেমন অবাক লাগে নেই আমি আর আগের মতন
জোছনাটা উঠলে পরে গান গাবো না যখন তখন
বুকের মাঝে ঝাপটে ধরে থাকা আমার সুরগুলো
বের না হয়ে ক্লান্ত হবে, বলবে তুমি কোথায় গেলে
ভাবতে কেমন অবাক লাগে নেই আমি আর আগের মতন
দেখবে না আর তুমি আমায় গানের আসর জমবে যখন
সুরের খাতায় লিখবো না আর আমার মনের দুঃখ সুখ
আমার সব গানগুলো গাইবে হয়তো অন্যমুখ
গাইবো শুধু গান আমি মনের ভিতর অন্তরালে
বুকের মাঝের সুর গুলোয় যদি একটু ক্লান্তি কমে
গাইবো শুধু গান আমি যখন তুমি ঘুমিয়ে রবে
ভাববে হয়তো শুনছো আমার এই গান স্বপনে
ভাবতে কেমন অবাক লাগে নেই আমি আর আগের মতন
গানের খাতায় জমবে ধুলো সব কিছু যে অন্যরকম
নতুন কথা নতুন গান অবহেলায় উলটপালট
মধ্যরাতের কফির কাপে ছুটবে না আর শব্দজট
ভাবতে কেমন অবাক লাগে নেই আমি আর আগের মতন
অ্যাকুস্টিকের ছয়টি তারে বসবে না আর আমার এই মন
হবে আমার প্রতিদিনই নতুন নতুন মনের অসুখ
নিজেকে আর চিনবো না যে দেখবো যখন আয়নায় মুখ
গাইবো শুধু গান আমি মনের ভিতর অন্তরালে
বুকের মাঝের সুর গুলোয় যদি একটু ক্লান্তি কমে
গাইবো শুধু গান আমি যখন তুমি ঘুমিয়ে রবে
ভাববে হয়তো শুনছো আমার এই গান স্বপনে
তবুও আমি স্বপ্ন দেখি যখন ঘরে রাত্রি নামে
আসবো ফিরে তোমার কাছে আবার আমি নতুন গানে
(ভাবছি বসে…)
তবুও আমি স্বপ্ন দেখি যখন ঘরে রাত্রি নামে
আসবো ফিরে তোমার কাছে আবার আমি নতুন গানে
(ভাবছি বসে…)
তবুও আমি স্বপ্ন দেখি যখন ঘরে রাত্রি নামে
আসবো ফিরে তোমার কাছে আবার আমি নতুন গানে
(ভাবছি বসে…)
তবুও আমি স্বপ্ন দেখি যখন ঘরে রাত্রি নামে
আসবো ফিরে তোমার কাছে আবার আমি নতুন গানে
(ভাবছি বসে…)
তবুও আমি স্বপ্ন দেখি যখন ঘরে রাত্রি নামে
আসবো ফিরে তোমার কাছে আবার আমি নতুন গানে।
Vabchi Boshe Lyrics In English
Coming Soon...
আসা করবো এই গানের লিরিক্স টি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন বাংলা গানের লিরিক্স, বাংলা গজল লিরিক্স, হিন্দী গানের লিরিক্স, english song lyrics, Poem Lyrics, Song lyric captions পোস্ট দিয়ে থাকি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন গানের লিরিক এর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ।