Search Suggest

Manush Boro Ovimani Poem Lyrics । মানুষ বড় অভিমানী লিরিক্স । Munmun Mukherjee

মানুষ বড় অভিমানী লিরিক্স । Manush Boro Ovimani Bengali Poem Recited by Munmun Mukherjee. Manush Boro Obhimani Prani Bangla Poem Written by Sadat Hoss

মানুষ বড় অভিমানী লিরিক্স । Manush Boro Ovimani Poem Lyrics In Bengali 
। Munmun Mukherjee । Bangla Lyrics Dairy

Manush Boro Ovimani Poem Lyrics by Munmun Mukherjee:

মানুষ বড় অভিমানী লিরিক্স । Manush Boro Ovimani Bengali Poem Recited by Munmun Mukherjee. Manush Boro Obhimani Prani Bangla Poem Written by Sadat Hossain. I hope so would love to Read this song Lyrics.

Manush Boro Ovimani Song Info: 

  • Poem : Manush Boro Ovimani Poem Prani
  • Written by : Sadat Hossain
  • Recited by : Munmun Mukherjee
  • Camera : Nilanjan
  • Recrding & Mixing : Kaushik Som
  • Assist : Parto, Shiladitya
  • Subtitle: Mh MosTafa

মানুষ বড় অভিমানী কবিতা আবৃত্তি

মানুষ বড় অভিমানী প্রাণী

সে চায় তার মনখারাপ হলে,

প্রিয় মানুষটাকে না বললেও

সে বুঝে ফেলুক।


ফোন করে খানিক ম্লান গলায়

হ্যালো বলতেই,

ওপারের মানুষটা বলুক

তোমার মনখারাপ?

তার এলোমেলো চুল খানিকটা

লাল চোখ দেখে বলুক,

তোমার ঘুম হয়নি রাতে?

দুঃস্বপ্ন দেখেছো?

টেনশন করছো কিছু নিয়ে?


সে চায়, মানুষটা বুঝুক

কখন শক্ত করে বুকের সাথে চেপে ধরতে হয়,

চোখের সামনে আলতো করে হাত ছুঁইয়ে

বন্ধ করে দিতে হয় চোখের পাতা।


সে চায়, মানুষটা বুঝুক

কখন হাতের মুঠোয় হাত রাখতে হয়,

ফিসফিসিয়ে বলতে হয়

আমি তো আছি;

তবে, মনখারাপ কেন?


সে চায়, মাঝরাত্রিতে সে টের পাক

পাশের মানুষটা তার মাথার নীচের

সরে যাওয়া বালিশটা ঠিক করে দিচ্ছে,

শেষ রাতে যখন খানিকটা হিম নামে

তখন জড়িয়ে দিচ্ছে ওম চাদরে।


সে চায়, তার জন্য মাঝরাত্রিরেও কেউ

বাড়ি ফেরার অপেক্ষায় থাকুক,

মনে রাখুক তার জন্মদিনের কথা

প্রথম দিনের কথা,

স্পর্শ অনুভূতির কথা।


সে চায়, তাকে ছুঁয়ে দেখতে গিয়ে

কেউ মিথ্যে মিথ্যে অজুহাত বানাক,

কেউ কপাল ছুঁয়ে বলুক

দেখি দেখি তোমার জ্বর নয় তো?


অভিমানে দূরে সরে যেতে চাইতেই

কেউ বলুক, খানিক ভুল করেছি বলেই

দূরে সরে যেতে হবে?

তবে এই যে এত ভালোবাসি

তাতে আরও কাছে আসে যায়না?

আরও আরও কাছে,

অনেক অনেক কাছে।


মানুষ বড় অভিমানী প্রাণী

তারা দু'জনই কেবল ভাবে,

এসবই ঐ মানুষটা করুক

ঐ অন্য মানুষটা,

কিন্তু শেষমেশ করা হয়না কারোরই।


তাই কাছে আসার রঙিন দিনেরা

ক্রমাগত দূরে যাওয়ার ধূসর বিবর্ণ গল্প হয়।


মানুষ বড্ড অভিমানী প্রাণী

অভিমানে সে ক্রমশঃই দূরে চলে যায়,

আর বুকে পুষে রাখে এক সমুদ্র আক্ষেপ।

Manush Boro Ovimani Lyrics In English

Manush Boro Ovimani Prani

Se chaay taar monkharap hole

Priyo manushtake na bolleo

Se bujhe pheluk

Phone kore khanik mlan golay

hello boltei

Oparer manush ta boluk

Tomar monkharap?

Tar elomelo chul khanikta

Laal chokh dekhe boluk

Tomar ghum hoyni raate?

Dushopno dekhecho?

Tension korcho kichu niye?

Read More:

আসা করবো এই গানের লিরিক্স টি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন বাংলা গানের লিরিক্স, বাংলা গজল লিরিক্স, হিন্দী গানের লিরিক্সenglish song lyrics, Poem Lyrics, Song lyric captions পোস্ট দিয়ে থাকি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন গানের লিরিক এর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ।

একটি মন্তব্য পোস্ট করুন