Search Suggest

কেন দিশেহারা লিরিক্স । Keno Dishehara Lyrics by Minar Rahman

কেন দিশেহারা লিরিক্স । Keno Dishehara Sung by Minar Rahman. This Keno Dishehara Song Lyrics In Bengali Written by Minar Rahman. I hope so would love t

কেন দিশেহারা লিরিক্স । Keno Dishehara Song Lyrics In Bengali । Minar Rahman । Bangla Lyrics Dairy

Keno Dishehara Lyrics Minar Rahman:

কেন দিশেহারা লিরিক্সKeno Dishehara Sung by Minar Rahman. This Keno Dishehara Song Lyrics In Bengali Written by Minar Rahman. I hope so would love to Read this song's Lyrics.

Keno Dishehara Song Info: 

  • Song : (কেন দিশেহারা)
  • Singer : Minar Rahman
  • Lyrics : Minar Rahman
  • Subtitle: Mh MosTafa

কেন দিশেহারা লিরিক্স - মিনার 

তোমার চোখে আঁকা স্বপ্নগুলো,

আমায় ডাকে একাকী।

তোমায় ঘিরে লেখা গল্পগুলো,

হঠাৎ উড়ে জোনাকি।

আমার আকাশেতে মেঘেরা ভাসে,

হাসে ঝুম বরষায়।

দূরের তাঁরাগুলো থমকে থাকে পাহারায়।

তোমার ঠোঁটের ঐ মিষ্টি হাসি,

কোথায় বলো হারিয়ে ?

আমার মনটা মিছে বাজায় বাঁশি,

ভুল সে মায়ায় জড়িয়ে।

বিকেল গড়িয়ে সন্ধ্যা নামে

অভিমানী রাজপথে,

চোখের কোণে জল লুকিয়ে থাকে আড়ালে।

কেন দুটো পথ বেঁকে গেলো

দু’ দিকে জানিনা,

কেন দুটো মন অজানাতে

হারালো জানি না… জানিনা।

কোথায় আছো আজ,

কেমন আছো হায়,

কেন দিশেহারা?

আমি পথের মাঝে একা

থমকে দেখি আকাশটা।

সবই শূন্য হয় আবার পূর্ণ হয়,

হয়ে পাগলপারা।

তুমি তোমার মতো করে

বদলে দিলে শহরটা।

আমার চোখে আঁকা স্বপ্নগুলো

জানি তোমায় ডাকে নীরবে।

আমায় ঘিরে সব প্রশ্নগুলো

জানি মলিন হয়ে হারাবে।

তোমার আকাশে কি মেঘেরা ভাসে ?

হাসে ঝুম বরষায়।

দূরের তাঁরাগুলো থমকে আজও পাহারায়।

কেন দুটো পথ বেঁকে গেলো

দু’ দিকে জানিনা।

কেন দুটো মন অজানাতে

হারালো জানি না… জানিনা।

কোথায় আছো আজ,

কেমন আছো হায়,

কেন দিশেহারা?

আমি পথের মাঝে একা

থমকে দেখি আকাশটা।

সবই শূন্য হয় আবার পূর্ণ হয়,

হয়ে পাগলপারা।

তুমি তোমার মতো করে

বদলে দিলে শহরটা।

Keno Dishehara Lyrics In English

Coming Soon...

Read More:

আসা করবো এই গানের লিরিক্স টি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন বাংলা গানের লিরিক্স, বাংলা গজল লিরিক্স, হিন্দী গানের লিরিক্সenglish song lyrics, Poem Lyrics, Song lyric captions পোস্ট দিয়ে থাকি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন গানের লিরিক এর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ।

একটি মন্তব্য পোস্ট করুন