ধনধান্য পুষ্প ভরা লিরিক্স । Dhana Dhanya Pushpa Bhara Lyrics In Bengali । Bangla Lyrics Dairy
Dhana Dhanya Pushpa Bhara Lyrics :
ধনধান্য পুষ্প ভরা লিরিক্স । Dhana Dhanya Pushpa Bhara Lyrics The song is sung by Lopamudra Mitra from India and Imran, Nancy, Anika, Masum from Bangladesh and many more various artists Dhono Dhanno Pushpe Bhora Sokol Desher Sera Poem song Lyrics written by Dwijendralal Ray. I hope so would love to Read this song's Lyrics.
Dhana Dhanya Pushpa Bhara Song Info:
- Song: Dhana Dhanya Pushpa Bhora (ধনধান্য পুষ্প ভরা)
- Writer & Composer: Dwijendralal Roy
- Singer: Lopamudra Mitra
- Sand Animation: Bappa Maji
- Direction: Ranjay Rc
- Singer: Imran, Nancy, Anika, Masum
- Music Producer: Sandhi
- Starring: Shipan, Tamim, Sanj John, Sanjana Riya
- Produced by: Praan Frooto
- Subtitle: Mh MosTafa
ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা লিরিক্স
ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা
তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা
ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ স্মৃতি দিয়ে ঘেরা
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
ও সে সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি,
সে যে আমার জন্মভূমি।
চন্দ্র সূর্য গ্রহতারা,
কোথায় উজল এমন ধারা
কোথায় এমন খেলে তড়িৎ এমন কালো মেঘে
তার পাখির ডাকে ঘুমিয়ে উঠি
পাখির ডাকে জেগে।
এত স্নিগ্ধ নদী কাহার,
কোথায় এমন ধুম্র পাহাড়
কোথায় এমন হরিত ক্ষেত্র আকাশ তলে মেশে
এমন ধানের উপর ঢেউ খেলে যায়
বাতাস কাহার দেশে।
পুষ্পে পুষ্পে ভরা শাখি কুঞ্জে কুঞ্জে গাহে পাখি
গুঞ্জরিয়া আসে অলি পুঞ্জে পুঞ্জে ধেয়ে
তারা ফুলের ওপর ঘুমিয়ে পড়ে
ফুলের মধু খেয়ে।
ভায়ের মায়ের এত স্নেহ,
কোথায় গেলে পাবে কেহ
ওমা তোমার চরণ দুটি বক্ষে আমার ধরি
আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতে মরি।
এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি
ও সে সকল দেশের রাণী সে যে আমার জন্মভূমি
সে যে আমার জন্মভূমি,
সে যে আমার জন্মভূমি।
Dhana Dhanya Pushpa Bhara Lyrics In English
Dhono dhanno pushpe bhora amader ei boshundhora
Tahar majhe ache desh ek shokol desher shera
O shey shopno diye toiri se desh smriti diye ghera
Emon deshti kothao khuje pabe nako tumi
Sokol desher rani shey je, amar jonmobhumi
Se je aamar janmabhumi
Chandra shurjo groho taara kothay ujol emon dhara
Kothay emon khaley toreet emon kalo meghe
O taar pakhir daake ghumiye pori pakhir daake jege
Ato snigdho nadi kahar Kothaay emon dhumro pahar
Kothay emon horit-khetro akash toley meshe
Emon dhaner upor dheu khele jay baatash kahaar deshe
আসা করবো এই গানের লিরিক্স টি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন বাংলা গানের লিরিক্স, বাংলা গজল লিরিক্স, হিন্দী গানের লিরিক্স, english song lyrics, Poem Lyrics, Song lyric captions পোস্ট দিয়ে থাকি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন গানের লিরিক এর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ।