ভ্রান্তি লিরিক্স । Vranti Bangla Lyrics by Fuad ft kona

ভ্রান্তি মাধবী লিরিক্স । Vranti Bangla Lyrics by Fuad ft Kona | বাংলা লিরিক্স ডাইরী

ভ্রান্তি 
  • শিরোনামঃ ভ্রান্তি
  • কথাঃ তুষার
  • কন্ঠঃ কনা(Female version);মিফতাহ(Male version)
  • সুরঃ মিফতাহ
  • সঙ্গীতঃ ফুয়াদ
  • অ্যালবামঃ ফুয়াদ ফিচারিং কনা

ভ্রান্তি বাংলা লিরিক্স

অন্ধকারে বসত করে
যায় না দেখা দেয়াল চিরে
দূরের ঐ নীল আসমান
একটি বার দু’চোখ মেলে
হৃদয় পথে দু’পা ফেলে
দেখো হৃদয় আকাশের সমান
ঘরের চালে জোছনা ঝরে
সারা নিশি ভর
চোখেরই জল যায় যে ছুঁয়ে
আমারই অধর
কোথায় তুমি যাও হারিয়ে
দেখো দেখো এ জল একবার ছুঁয়ে
এ যে আমার আবেগ ভরা বাণ
রঙের তরে রঙ হারিয়ে
ফেলে আপন ঘর
ভুলের শহর দিচ্ছো পাড়ি
আমায় করে পর
যেও না সে তুমি চলে
বারেবারে এ হৃদয় বলে
তুমি যে মোর
পবিত্র বিধান

Read More: 

আসা করবো এই গানের লিরিক্স টি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন