Search Suggest

শুভ্র রঙ্গীন লিরিক্স । Shuvro Rongin Bangla Lyrics by Shironamhin Band

শুভ্র রঙ্গীন বাংলা লিরিক্স শুভ্র রঙ্গীন, আকাশের দিন, তোমায় সেই জনতার গল্প শোনায়। অলস দুপুর ক্লান্ত নুপুর, স্বপ্ন দেখায় তারায় তারায় স্বপ্ন দেখি স

শুভ্র রঙ্গীন লিরিক্স । Shuvro Rongin Bangla Lyrics by Shironamhin | Bangla Lyrics Dairy

শুভ্র রঙ্গীন (Shuvro Rongin) shironamhin
ব্যাণ্ড: শিরোনামহীন

শুভ্র রঙ্গীন বাংলা লিরিক্স 

শুভ্র রঙ্গীন,
আকাশের দিন,
তোমায় সেই জনতার গল্প শোনায়।

অলস দুপুর
ক্লান্ত নুপুর,
স্বপ্ন দেখায় তারায় তারায় ।।

স্বপ্ন দেখি
সবুজ নিশান
তোমায় নিয়ে জলসা দেখা।
লড়াই যেমন
ঝড়ের রাতে
হেরে গেলেও বাঁচতে শেখা।

শুভ্র রঙ্গীন,
আকাশের দিন,
তোমায় গল্প শোনায় সেই জনতার।
লড়াই শেখায়
তোমায় আমায়,
"come on baby light my fire"

তোমায় দেখে
কাঠবেড়ালী,
লেজ উঁচিয়ে আদর চায়।
গোধূলী নাচে
রাঙ্গা আলোয়
বাঁচার নেশায়, মুক্তি পায়।।
মুক্তির দিন,
রঙ্গিন রঙ্গিন
মেলে পাখা, জেগে থাকা
আগুন রঙ্গিন
রক্তের দিন
তোমায় নিয়ে বাঁচতে শেখা।
শুভ্র রঙ্গীন,
আকাশের দিন,
তোমায় গল্প শোনায় সেই জনতার।
লড়াই শেখায়,
তোমায় আমায়
"come on baby light my fire."

Read More: 

আসা করবো এই গানের লিরিক্স টি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ।

একটি মন্তব্য পোস্ট করুন