রূপাচাঁদ লিরিক্স । Rupachad Bangla Lyrics by Warfaze | বাংলা লিরিক্স ডাইরী
রূপাচাঁদ - Rupachad- সুর ও সংগীতায়োজন: ওয়ারফেইজ
রূপাচাঁদ বাংলা লিরিক্স
ও গো রূপাচাঁদ কাজল কালো জলে
আছো ছড়িয়ে নিবিড়ে
কোমল নরম নীলের আবেশে
আছো ছড়িয়ে সারাটা
ও গো চন্দ্রমুখি তুমিও তেমনি
আছো ছড়িয়ে এ হৃদয়
কোমল নরম চোখের আলোতে
আছো জড়িয়ে সারাটা
যা কিছু তোমা হতে সবই সুন্দর রূপালী
যা কিছু তোমা হতে সবই বর্নিল
যা কিছু তোমা হতে সবই সুন্দর পৃথিবীর
শেকড়ে
ও গো রূপাচাঁদ তুষার ঢাকা শিখরে
আছো ছড়িয়ে নিবিড়ে
কোমল নরম প্রতিফলনে
আছো জড়িয়ে সারাটা
ও গো চন্দ্রমুখি তুমিও তেমনি
আছো ছড়িয়ে এ হৃদয়
কোমল নরম প্রতিচ্ছবিতে
আছো ছড়িয়ে সারাটা
যা কিছু তোমা হতে সবই সুন্দর রূপালী
যা কিছু তোমা হতে সবই বর্নিল
যা কিছু তোমা হতে সবই সুন্দর পৃথিবীর
শেকড়ে