Search Suggest

রূপাচাঁদ লিরিক্স । Rupachad Bangla Lyrics by Warfaze

রূপাচাঁদ লিরিক্স । Rupachad Bangla Lyrics by Warfaze | বাংলা লিরিক্স ডাইরী রূপাচাঁদ - Rupachad সুর ও সংগীতায়োজন: ওয়ারফেইজ রূপাচাঁদ বাংলা লিরিক্স

রূপাচাঁদ লিরিক্স । Rupachad Bangla Lyrics by Warfaze | বাংলা লিরিক্স ডাইরী

রূপাচাঁদ - Rupachad
  • সুর ও সংগীতায়োজন: ওয়ারফেইজ

রূপাচাঁদ বাংলা লিরিক্স

ও গো রূপাচাঁদ কাজল কালো জলে
আছো ছড়িয়ে নিবিড়ে
কোমল নরম নীলের আবেশে
আছো ছড়িয়ে সারাটা
ও গো চন্দ্রমুখি তুমিও তেমনি
আছো ছড়িয়ে এ হৃদয়
কোমল নরম চোখের আলোতে
আছো জড়িয়ে সারাটা
যা কিছু তোমা হতে সবই সুন্দর রূপালী
যা কিছু তোমা হতে সবই বর্নিল
যা কিছু তোমা হতে সবই সুন্দর পৃথিবীর
শেকড়ে
ও গো রূপাচাঁদ তুষার ঢাকা শিখরে
আছো ছড়িয়ে নিবিড়ে
কোমল নরম প্রতিফলনে
আছো জড়িয়ে সারাটা
ও গো চন্দ্রমুখি তুমিও তেমনি
আছো ছড়িয়ে এ হৃদয়
কোমল নরম প্রতিচ্ছবিতে
আছো ছড়িয়ে সারাটা
যা কিছু তোমা হতে সবই সুন্দর রূপালী
যা কিছু তোমা হতে সবই বর্নিল
যা কিছু তোমা হতে সবই সুন্দর পৃথিবীর
শেকড়ে

Read More: 

আসা করবো এই গানের লিরিক্স টি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ।

একটি মন্তব্য পোস্ট করুন