নেতাজি জয়ন্তী: ২৩ শে জানুয়ারি কবিতা । Priyo Netaji Poem Lyrics In Bangla । Bangla Lyrics Dairy
Priyo Netaji Lyrics In Bengali:
আপনি কি ২৩ শে জানুয়ারি নেতাজির ১২৬ তম জন্মদিন উপলক্ষে কবিতা আবৃত্তি করতে চান? কিন্তু ভালো ও শ্রুতিমধুর ২৩ শে জানুয়ারি কবিতা খুঁজে পাচ্ছেন না? তাহলে নিচে আপনাদের জন্য নেতাজির জন্মদিনের কবিতা গুলি তোলা থাকলো। I hope so would love to Read this song Lyrics.
Priyo Netaji Song Info:
- Name: Priyo Netaji
- Subtitle: Mh MosTafa
প্রিয় নেতাজি বাংলা লিরিক্স
প্রিয় নেতাজি,
অনেকদিন ধরে চিঠি লিখবো ভাবছিলাম
কিছুতেই আর হয়ে উঠছিল না।
আজ কোন একটা ঘটনার নিরিখে,
তোমাকে চিঠি লিখতে বসলাম।
ছেলে বেলায় আমাদের দোতলা ড্রয়িংরুমে
তোমার ছবি।
জন্মদিনে পেতাম বই, সেখানেও তুমি!
বাবার গল্পে তোমারই বীরত্ব।
দেখতে দেখতে, শুনতে শুনতে
ক্রমে আমিও তোমার ভক্ত।
বাবা বলতেন,
ইন্ডিয়ার আর একজন নেতাজির দরকার ছিল।
মা গাইতেন,
বীর সুভাষের মহান দেশ।
দাদু বলতেন,
ছেলেটাকে ওরা শেষ করে দিল
ঠাম্মার চোখে তখন আঁচলের খুঁট।
এসবের মধ্যে বড় হওয়া আমিও,
কেমন একটা ঘোরের মধ্যে থাকতাম।
ভাবতাম, পারতে তুমি সব পারবে,
যদি আর একবার,
একবার আমাদের মধ্যে তোমাকে পেতাম।
আজ উত্তর চল্লিশেও আমার একই ঘোর
তুমি পারতে, কেননা দেশের মাটিতে
দেশপ্রেমের মতো জোরালো একটা ঝাঁকুনি
দেবার ক্ষমতা তখন আর কারোর ছিল না।
এখনো আছে কি?
তোমার হারিয়ে যাবার পর?
দেশে কত কমিশন বসেছে।
ভারতের পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণে
কোন পীর,কোন সন্ত,
কোন দয়ালু বৃদ্ধকে দেখে
ভুল করেছে সবাই,
ছুটে গেছে তুমি মনে করে।
কিন্তু ফিরেছে মাথা নেড়ে,
তবু তোমাকে পাবার আশায় বুক বেঁধেছে।
তুমি তো শুধু বসু বাড়ির নও,
গোটা ভারতবর্ষের মনিকোঠার হীরক।
যার আলোর শুদ্ধতা,
কালোকে ও সাদা করতে পারে।
এই বিশ্বাসে ভর করে সবাই ভেবেছিল
তুমি আসবে, আসবেই।
কিন্তু এলে না।
কেটে গেল অনেকগুলো বছর,
পেরিয়ে এলাম জীবনের অনেক গলি খুঁজে।
তুমি এখন বিমানবন্দরে, সভা সমিতিতে,
রিসার্চ বিউরোতে,
এমনকি ছেলের নামকরণেও
শুধু হৃদয় যেন দোলা দেয় না।
জানো? তোমার জন্মদিনটা
এখন সবাই ছুটির দিন বলে।
আয়েশ করে উপভোগ করে।
আর ছেলেরা? তারা তো এখন
দেশ থেকে বিদেশের খবরই বেশি রাখে।
আর মেয়েরা, তারাও স্বাধীনতার
ভেলায় চড়ে হতচকিত।
শুধু মাটিটা কাঁদে,
সেই কান্না যেন ভূমিকম্প, খরা
এলেনিনো, বন্যা হয়ে চারিদিক ভাসিয়ে দেয়।
এখনো অভিমান করে শুয়ে থাকবে রেনকোজিতে।
আজ যখন ঘাড়ের উপর AK47 এর নিশ্বাস
রক্তের হোলি খেলা ধর্মের জিগিরে
তখন শোনাও সেই আওয়াজ
আমি সুভাষ বলছি
মেয়েটা দৌড়ে এসে বলবে,
মা... মা দেখো, উনি আসছেন
পাশের বাড়ির মেসোমশাই ডাকবেন জানলা দিয়ে
বৌমা, আমি বলিনি, উনি ফিরে আসবেন?
খোলা জানালার ধারে দাঁড়াবেন মায়েরা,
তাদের ডান হাতে শঙ্খ, বাঁ চোখে জল,
নদী হবে উত্তাল, নৌকা বেসামাল,
পরান মাঝি ও চেঁচাবে, উনি আসতেছেন....
সবুজ মাঠে শিশুদের হাতে পতাকার দোলা
উনি আসছেন, উনি আসছেন,
উনি ফিরে আসছেন।
তোমার হারিয়ে যাওয়া জন্মদিনের ভেতর থেকে
উঠে আসুক আর একটা ২৩ শে
আজ স্বাধীনতার ঠিক আগের মুহূর্তে দাঁড়িয়ে
তোমাকে আমার এই চিঠি
প্রণাম নিও, ভালো থেকো নেতাজি।
Priyo Netaji Song Lyrics In English
Coming Soon.....
আসা করবো এই গানের লিরিক্স টি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন বাংলা গানের লিরিক্স, বাংলা গজল লিরিক্স, হিন্দী গানের লিরিক্স, english song lyrics, Poem Lyrics, Song lyric captions পোস্ট দিয়ে থাকি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন গানের লিরিক এর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ।