Search Suggest

অবাক ভালোবাসা লিরিক্স । Obak Bhalobasha Bangla Lyrics by Warfaze

অবাক ভালোবাসা লিরিক্স । Obak Bhalobasha Bangla Lyrics by Warfaze | বাংলা লিরিক্স ডাইরী অবাক ভালোবাসা - Obak Bhalobasha সুর ও সংগীতায়োজন: ওয়ারফেজ অবাক

অবাক ভালোবাসা লিরিক্স । Obak Bhalobasha Bangla Lyrics by Warfaze | বাংলা লিরিক্স ডাইরী

অবাক ভালোবাসা - Obak Bhalobasha
  • সুর ও সংগীতায়োজন: ওয়ারফেজ

অবাক ভালোবাসা বাংলা লিরিক্স

সব আলো নিভে যাক আঁধারে,
শুধু জেগে থাক ঐ দুরের তারারা
সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায়,
শুধু জেগে থাক এই সাগর
আমার পাশে ।

সব বেদনা মুছে যাক স্থিরতায়,
হৃদয় ভরে যাক অস্তিত্বের আনন্দে
হৃদয় গভীরে অবাক দৃষ্টিতে
থমকে দাড়িয়েছে মহাকাল এখানে ।

শুভ্র বালুর সৈকতে,
এলোমেলো বাতাসে গিটার হাতে
নিস্তব্ধতা চৌচির, উন্মাদ ঝংকারে
কাঁদি অবাক সুখের কান্না
যেন চুনি হিরা পান্না
সাগরের বুকে আলপনা
এঁকে দিয়ে যায়
অবাক ভালোবাসায়,
অবাক ভালোবাসায় ।

সব আলো নিভে যাক আঁধারে,
শুধু জেগে থাক ঐ দুরের তারারা
সব শব্দ থেমে যাক নিস্তব্ধতায়,
শুধু জেগে থাক এই সাগর
আমার পাশে ।
সব কষ্ট বয়ে যাক সুখের ঝড়
হৃদয় ভরে যাক সহজ নীল স্বপনে
হৃদয় গভীরে অবাক দৃষ্টিতে
থমকে দাড়িয়েছে মহাকাল এখানে ।
শুভ্র বালুর সৈকতে,
এলোমেলো বাতাসে গিটার হাতে
নিস্তব্ধতা চৌচির, উন্মাদ ঝংকারে
কাঁদি অবাক সুখের কান্না
যেন চুনি হিরা পান্না
সাগরের বুকে আলপনা এঁকে দিয়ে যায়
অবাক ভালোবাসায়,
অবাক ভালোবাসায় ।

Read More: 

আসা করবো এই গানের লিরিক্স টি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ।

একটি মন্তব্য পোস্ট করুন