Search Suggest

না লিরিক্স । Na Bangla Lyrics by Warfaze

না লিরিক্স । Bangla Lyrics by Warfaze | বাংলা লিরিক্স ডাইরী না - শহরতলী Artist: Warfaze Album: Shotto Released: 2012 Genres: Indian Film Pop, Metal

না লিরিক্স ।  Bangla Lyrics by Warfaze | বাংলা লিরিক্স ডাইরী

না - শহরতলী
  • Artist: Warfaze
  • Album: Shotto
  • Released: 2012
  • Genres: Indian Film Pop, Metal

না বাংলা লিরিক্স

আর চার দেয়ালে কেন একা ডুবে থাকা
এই বর্তমানকে দূরে ঠেলে অতীতের ছবি আঁকা
আর যত কারণে এই দ্বিধার বাড়াবাড়ি
জাগবে না আর জীবন তোমার
হলে সান্ধ্য আইন জারি
আর কেন হাত গুটিয়ে বসে থাকা
কিসেরই ভয়ে ভয়ে
আমি নেই কোনো নিষিদ্ধ পরিচয়ে
মন যাকে দিবে সিদ্ধান্ত আজই নাও
যাবে এক নিমিষেই ছন্দময় হয়ে
শুধু না না না না না বলে
করো না না আসলে
না না না না না না না না
কালজয়ী বাঁধনে আমি বন্দি হতে জানি
থাকবে না আর তখন আমার মহাবিশ্বের হাতছানি
আর যদি এ মনের পরিবর্তন হবে ভাবো
ভেবো না আর না এ তোমার উৎসাহ হারাবো
আর কেন হাত গুটিয়ে বসে থাকা
কিসেরই ভয়ে ভয়ে
আমি নেই কোনো নিষিদ্ধ পরিচয়ে
মন যাকে দিবে সিদ্ধান্ত আজই নাও
যাবে এক নিমিষেই ছন্দময় হয়ে
শুধু না না না না না বলে
করো না না আসলে
শুধু না না না না না বলে
করো না না আসলে

Read More: 

আসা করবো এই গানের লিরিক্স টি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ।

একটি মন্তব্য পোস্ট করুন