না লিরিক্স । Bangla Lyrics by Warfaze | বাংলা লিরিক্স ডাইরী
না - শহরতলী- Artist: Warfaze
- Album: Shotto
- Released: 2012
- Genres: Indian Film Pop, Metal
না বাংলা লিরিক্স
আর চার দেয়ালে কেন একা ডুবে থাকা
এই বর্তমানকে দূরে ঠেলে অতীতের ছবি আঁকা
আর যত কারণে এই দ্বিধার বাড়াবাড়ি
জাগবে না আর জীবন তোমার
হলে সান্ধ্য আইন জারি
আর কেন হাত গুটিয়ে বসে থাকা
কিসেরই ভয়ে ভয়ে
আমি নেই কোনো নিষিদ্ধ পরিচয়ে
মন যাকে দিবে সিদ্ধান্ত আজই নাও
যাবে এক নিমিষেই ছন্দময় হয়ে
শুধু না না না না না বলে
করো না না আসলে
না না না না না না না না
কালজয়ী বাঁধনে আমি বন্দি হতে জানি
থাকবে না আর তখন আমার মহাবিশ্বের হাতছানি
আর যদি এ মনের পরিবর্তন হবে ভাবো
ভেবো না আর না এ তোমার উৎসাহ হারাবো
আর কেন হাত গুটিয়ে বসে থাকা
কিসেরই ভয়ে ভয়ে
আমি নেই কোনো নিষিদ্ধ পরিচয়ে
মন যাকে দিবে সিদ্ধান্ত আজই নাও
যাবে এক নিমিষেই ছন্দময় হয়ে
শুধু না না না না না বলে
করো না না আসলে
শুধু না না না না না বলে
করো না না আসলে