Search Suggest

মনে পরে সেই রাতের কথা লিরিক্স । Mone pore sei rater kotha Bangla Lyrics by Warfaze

মনে পরে সেই রাতের কথা লিরিক্স । Mone pore sei rater kotha Bangla Lyrics by Warfaze | বাংলা লিরিক্স ডাইরী মনে পরে সেই রাতের কথা সুর ও সংগীতায়োজন: ওয়া

মনে পরে সেই রাতের কথা লিরিক্স । Mone pore sei rater kotha Bangla Lyrics by Warfaze | বাংলা লিরিক্স ডাইরী

মনে পরে সেই রাতের কথা
  • সুর ও সংগীতায়োজন: ওয়ারফেজ

মনে পরে সেই রাতের কথা বাংলা লিরিক্স

মনে পড়ে
সেই রাতের কথা
তুমি আমি নদী তীরে
একা বসে
কত যে গান
কত যে সুর
কত যে কথা
মনে পড়ে কি তোমারো
বলো না আমায়
তুমি
বলো না
মনে পড়ে
সেই দিনের কথা
কেঁদেছিলে
আমিতো কথনো চাইনি
তোমায় কষ্ট দিতে
তুমি কি তা জানো না
বলো না আমায়
তুমি
বলো না
জানি আমি তুমি যে আমার
তবু কেন দিশেহারা
ভাবি আমি তুমি যে পাশে
তবু কেন আছো দুরে
মনে পড়ে…
জানি আমি এমনি জীবন
তবু জাগে মনে আশা
ভরে যাবে স্বপনে জীবন
যদি তুমি থাকো পাশে
মনে পড়ে
সেই রাতের কথা
তুমি আমি নদী তীরে
একা বসে
কত যে গান
কত যে সুর
কত যে কথা
মনে পড়ে কি তোমারো
বলো না আমায়
তুমি
বলো না

Read More: 

আসা করবো এই গানের লিরিক্স টি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ।

একটি মন্তব্য পোস্ট করুন