Search Suggest

ইচ্ছে ঘুড়ি লিরিক্স । Icche Ghuri Bangla Lyrics by Shironamhin Band | Bangla Lyrics Dairy

ইচ্ছে ঘুড়ি বাংলা লিরিক্স এই হাওয়ায় উড়াও তুমি, তোমার যত ইচ্ছে ঘুড়ি চুপি চুপি মেঘের মেলা, তোমার আকাশ করছে চুরি সূর্য বসাও আকাশের নীল, ইচ্ছের রঙ গোলাপী

ইচ্ছে ঘুড়ি লিরিক্স । Icche Ghuri Bangla Lyrics by Shironamhin | বাংলা লিরিক্স ডাইরী

ইচ্ছে ঘুড়ি ( Icche Ghuri) Shironamhin
ব্যাণ্ড: শিরোনামহীন

ইচ্ছে ঘুড়ি বাংলা লিরিক্স 

এই হাওয়ায় উড়াও তুমি, তোমার যত ইচ্ছে ঘুড়ি
চুপি চুপি মেঘের মেলা, তোমার আকাশ করছে চুরি
সূর্য বসাও আকাশের নীল, ইচ্ছের রঙ গোলাপী হলে
দিগন্ত রেখায় সূর্য নামে, ব্যস্ত সময় যাচ্ছে চলে।
হঠাৎ খেয়ালী এ ঝড়ো হাওয়ায়,
উড়ছে তোমার ইচ্ছে ঘুড়ি
উড়াও উড়াও সুতোর টানে,
আকাশের নীল যাচ্ছে চুরি।

শুভ্র সেই মেঘের ভীড়ে, তোমার সব ইচ্ছে উড়ে।
আকাশ খেয়ালী মনে, হারায় কিছুই না জেনে।
তোমার সুতোয় বাঁধা আকাশ,
ঝড়ো হাওয়ায় রঙ হারালে
নির্বাক। ইচ্ছে। আচমকা। দিশেহারা......

এই আলোয় হাঁটছো একা, সঙ্গী কর আমায় তুমি।
বেয়াড়া যত মেঘের ছায়া, করছে চুরি স্বপ্নভূমি
নীলের আকাশ গোলাপী হলে, ইচ্ছে ঘুড়ি যাচ্ছে চলে
সূতোর বাঁধা ছাড়িয়ে আকাশ, অন্য ভূবন দেখবে বলে।
হঠাৎ খেয়ালী এ ঝড়ো হাওয়ায়,
ভাঙছে তোমার মেঘলা রেখা
উড়াও উড়াও সুতোর টানে,
আকাশ আবার হবে যে দেখা ।

Read More: 

আসা করবো এই গানের লিরিক্স টি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ।

একটি মন্তব্য পোস্ট করুন