হকার লিরিক্স । Hokar Bangla Lyrics by Ayub Bachchu | বাংলা লিরিক্স ডাইরী
হকার - আইয়ুব বাচ্চু- ব্যান্ড – এলআরবি
- এ্যলবাম – হকার
হকার বাংলা লিরিক্স
পেপার পেপার
পেপার পেপার
একটি হকার কেউ নেই তার
সকাল হলেই ছুটোছুটি
আর চিৎকার করে বলে
পেপার পেপার
দিনের শেষে রাত্রি এলে
ক্লান্তিতে হকার ঘুমিয়ে পরে
একটুও ভাবে না
ভাবতেও চায় না
সারাদিন সে বিলি করে কত
নতুন নতুন ঘটনা
সে শুধু জানে বাঁচতে হবে
বাঁচার তাগিদে তার সব ভাবনা
সকাল হলেই বলে
পেপার পেপার
পেপার পেপার
কোন একদিন পেপার খুলে
চেয়ে দেখি হকারের ছবি পেপারে
সেই হকার যাকে আমি জানি
কতোনা খবর সে বিলি করেছিলো
মানুষের জন্য মানুষ হয়ে
সে শুধু জানতো বাঁচতে হবে
সৎ ভাবে আর সৎ উপায়ে
হঠাৎ একটি দানব ট্রাক
কেড়ে নিলো প্রান
সেই হকারের
সব চুপচাপ
সব চুপচাপ