ঘন কুয়াশার গাঢ় ভীড়ে লিরিক্স । Ghono Kuwasa Bangla Lyrics by Aushruto | বাংলা লিরিক্স ডাইরী
ঘন কুয়াশার গাঢ় ভীড়ে by Aushruto - sporsho
ঘন কুয়াশার গাঢ় ভীড়ে বাংলা লিরিক্স
ঘন কুয়াশার গাঢ় ভীড়ে শীত কননে ভেসে আসে,
তোমার আঁকা স্বপ্ন ছবি বাঁধি আমি স্বপ্ন ডোরে
তারার মেলার অঢেল ভীড়ে খুঁজছি তোমায় নিয়ন দিয়ে
তোমার বলা মিষ্টিবুলি শুনছি আমি অবাক হয়ে
আধার আলোর খেলা ঘরে বসে আছি অলস দেহে
অলীক প্রেমের মাতম তুলে ভাবি তোমায় একা বসে
দিচ্ছি আজ প্রথম চিঠি বৃষ্টি বিন্দুর কালি মেখে,
দেখছি আজ নতুন ধরা তোমার দু চোখ দিয়ে
কি দিয়ে আঁকড়ে ধরি তোমায় চেতনার অবসাদে
ভালবাসি শুধু তোমায় এ জীবন ভরে
তারার মেলার অঢেল ভীড়ে... হুম..মম..ম...
তোমার বলা মিষ্টিবুলি... হে..এ..এ...
তারার মেলার অঢেল ভীড়ে খুঁজছি তোমায় নিয়ন দিয়ে
তোমার বলা মিষ্টিবুলি শুনছি আমি অবাক হয়ে
আধার আলোর খেলা ঘরে বসে আছি অলস দেহে
অলীক প্রেমের মাতম তুলে ভাবি তোমায় একা বসে
তারার মেলার অঢেল ভীড়ে খুঁজছি তোমায় নিয়ন দিয়ে
তোমার বলা মিষ্টিবুলি শুনছি আমি অবাক হয়ে..এ..এ...এ.....
Read More:
আসা করবো এই গানের লিরিক্স টি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ।
Tags:
Bangla Song Lyrics