ফেরারী এই মনটা আমার লিরিক্স । Ferari Mon Bangla Lyrics by Love Runs Blind | বাংলা লিরিক্স ডাইরী
ফেরারী এই মনটা আমার - এল আর বি
- Album: Ferari Mon (Unplugged)
- Released: 1996
- Artist: Love Runs Blind
ফেরারী এই মনটা আমার বাংলা লিরিক্স
আ-আ-আ-আ
আ-আ-আ-আ
ফেরারি এই মনটা আমার
মানে না কোনো বাধা
তোমাকে পাওয়ারই আশায়
ফিরে আসে বারে বার
ফেরারি এই মনটা আমার
মানে না কোনো বাধা
তোমাকে পাওয়ারই আশায়
ফিরে আসে বারে বার
কখনো ভাবিনি আমি
ব্যথা দিয়ে তুমি চলে যাবে
কী জানি কী ভুল ছিল আমার
আমাকে কেন গেলে কাঁদিয়ে?
তাই আমি
ফিরে আসি বারে বার
ফেরারি এই মনটা আমার
মানে না কোনো বাধা
তোমাকে পাওয়ারই আশায়
ফিরে আসে বারে বার
যে পথে হারিয়েছি তোমায়
সেই পথে খুঁজে আমি যাব
অভিমান করে থেকো না
অপবাদ দিয়ে যেয়ো না
তাই আমি
ফিরে আসি বারে বার
ফেরারি এই মনটা আমার
মানে না কোনো বাধা
তোমাকে পাওয়ারই আশায়
ফিরে আসে বারে বার
ফেরারি এই মনটা আমার
মানে না কোনো বাধা
তোমাকে পাওয়ারই আশায়
ফিরে আসে বারে বার
আ, আ
আ, আ
আ, আহা হা