এটা বাংলাদেশ লিরিক্স | Eta Bangladesh Lyrics | কালজয়ী দেশাত্মবোধক গান | Muhib Khan

এটা বাংলাদেশ লিরিক্স | Eta Bangladesh Lyrics | কালজয়ী দেশাত্মবোধক গান | Muhib Khan |  Gojol Bengali Lyrics

মুহিব খান বাংলাদেশের একজন জনপ্রিয় কবি, শিল্পী, সাংবাদিক, টিভি আলোচক ও উপস্থাপক। একজন উদারপন্থী ইসলামি চিন্তাবিদ এবং প্রগতিশীল রাজনৈতিক বিশ্লেষক হিসেবেও তিনি দলমত নির্বিশেষে সর্বমহলে সমাদৃত। তিনি জাগ্রত কবি নামে সমাধিক পরিচিত।

জাগ্রত কবি খ্যাত মুহিব খানের ২০১৫ সালে রিলিজ হওয়া অ্যালবাম নতুন ইশতিহার আসছে- এর একটি বহুল আলোচিত দেশাত্মবোধক সংগীত হচ্ছে- এটা বাংলাদেশ। কবির এই সঙ্গীতটি সর্ব মহলে সমাদৃত। বেশ প্রশংসাও কুড়িয়েছে গুণীজনদের। কালজয়ী এই সঙ্গীতটি ভিডিও ক্লিপে তুলে ধরার চেষ্টা করা হল।

এটা বাংলাদেশ
কবি মুহিব খান

আমার বাংলাদেশ হয়ে যাবে আফগান ভেবে থাকো যদি তবে ভুল হবে,
আমার বাংলাদেশ বানাবে ভিয়েতনাম ভেবে থাকো যদি তবে ভুল হবে,
আমার বাংলাদেশ আবার পাকিস্তানে ফিরে যাবে ভাবো যদি ভুল হবে,
আমার বাংলাদেশ ভারতের সেবাদাস হয়ে যাবে ভাবো যদি ভুল হবে।
এটা বাংলাদেশ,এটা সিকীম নয়!
এটা বাংলাদেশ,এটা ভূটান নয়!

গানেও বাংলাদেশ প্রাণেও বাংলাদেশ সাবাস বাংলাদেশ বিশ্বময়,
সুখেও বাংলাদেশ দুঃখেও বাংলাদেশ সোনার বাংলাদেশ নিঃস্ব নয়।
সীনেমেঁ বাংলাদেশ, জীনেমেঁ বাংলাদেশ,
বাংলাদেশ কে কওয়ী গাম নেহী,
সারী দুনিয়াকো দেখলায়েগা বাংলাদেশ,
হামভী কিছিছে কম নেহি।

জনম দুঃখিনী এক জননীর কোল জুড়ে ষোল কোটি আছে সন্তান,
কিছু খৃস্টান কিছু হিন্দু বৌদ্ধ আর অগণিত মুসলমান।
যদি ধর্মের নামে কোন সন্ত্রাসবাদ জাগে এখানে হবেনা তার ঠাই,
যদি নিরপেক্ষতারুপে ধর্মহীনতা আসে তাকেও ফিরাব আমরাই।
এটা বাংলাদেশ, এটা ক্রিমিয়া নয়!
এটা বাংলাদেশ, ইস্ট তিমুর নয়!

গানেও বাংলাদেশ প্রাণেও বাংলাদেশ সাবাস বাংলাদেশ বিশ্বময়,
সুখেও বাংলাদেশ দুঃখেও বাংলাদেশ সোনার বাংলাদেশ নিঃস্ব নয়।
গানেও বাংলাদেশ প্রাণেও বাংলাদেশ সাবাস বাংলাদেশ বিশ্বময়,
সুখেও বাংলাদেশ দুঃখেও বাংলাদেশ সোনার বাংলাদেশ নিঃস্ব নয়।
সীনেমেঁ বাংলাদেশ, জীনেমেঁ বাংলাদেশ,
বাংলাদেশ কে কওয়ী গাম নেহী,
সারী দুনিয়াকো দেখলায়েগা বাংলাদেশ,
হামভী কিছিছে কম নেহি।

ওগো দুশমন জানি তুমি তাক করে বসে আছ ওপারে তোমার বন্ধুক,
দেখ এপার তাকিয়ে দেখ আমরাও জেগে আছি পেতে রেখে ষোল কোটি বুক।
তুমি পারবেনা কেড়ে নিতে আমার সে স্বাধীনতা রক্তে দিয়েছি যার দাম,
এখানে আছে আমার জীবন-মরণ আর এখানে আমার ইসলাম।
এটা বাংলাদেশ, এটা ইরাক নয়!
এটা বাংলাদেশ, এটা কাশ্মীর নয়!

গানেও বাংলাদেশ প্রাণেও বাংলাদেশ সাবাস বাংলাদেশ বিশ্বময়,
সুখেও বাংলাদেশ দুঃখেও বাংলাদেশ সোনার বাংলাদেশ নিঃস্ব নয়।
গানেও বাংলাদেশ প্রাণেও বাংলাদেশ সাবাস বাংলাদেশ বিশ্বময়,
সুখেও বাংলাদেশ দুঃখেও বাংলাদেশ সোনার বাংলাদেশ নিঃস্ব নয়।
সীনেমেঁ বাংলাদেশ, জীনেমেঁ বাংলাদেশ,
বাংলাদেশ কে কওয়ী রাম নেহী,
সারী দুনিয়াকো দেখলায়েগা বাংলাদেশ,
হামভী কিছিছে কম নেহি।

জানি ঘরেও শত্রু আছে ওরা প্রভুদের কাছে দেশ আমার বেচে দিতে চায়,
ওরা হবেনা সফল আর প্রজন্ম সোচ্চার লাল-সবুজের পতাকায়।
মোরা খাই বা না খাই কিছু পাই বা না পাই তবু রক্ত বিলাতে নির্ভয়,
শ্রেণী ধর্ম নির্বিশেষে থাকবনা ঘরে বসে স্বদেশের কিছু যদি হয়।
এটা বাংলাদেশ, সিংকিয়াং নয়!
এটা বাংলাদেশ, মিন্দানাও নয়!

গানেও বাংলাদেশ প্রাণেও বাংলাদেশ সাবাস বাংলাদেশ বিশ্বময়,
সুখেও বাংলাদেশ দুঃখেও বাংলাদেশ সোনার বাংলাদেশ নিঃস্ব নয়।
গানেও বাংলাদেশ প্রাণেও বাংলাদেশ সাবাস বাংলাদেশ বিশ্বময়,
সুখেও বাংলাদেশ দুঃখেও বাংলাদেশ সোনার বাংলাদেশ নিঃস্ব নয়।
সীনেমেঁ বাংলাদেশ, জীনেমেঁ বাংলাদেশ,
বাংলাদেশ কে কওয়ী গাম নেহী,
সারী দুনিয়াকো দেখলায়েগা বাংলাদেশ,
হামভী কিছিছে কম নেহি।

এত সবুজ-শ্যামল এত সুন্দর-মনোহর দেশ জানি পৃথিবীতে নাই,
একে বিশ্বাসে ভক্তিতে জ্ঞানে আর শক্তিতে পূর্ণতা দেব আমরাই।
কারো করুণা ভিক্ষা নয় গোলামী চুক্তি নয় দাঁড়াব নিজেরা নিজ পায়,
সেই কালোহাত কেটে দেব বিষদাঁত ভেংগে দেব কেড়ে নিতে কেউ যদি চায়।
এটা বাংলাদেশ, এটা সিরিয়া নয়!
এটা বাংলাদেশ, এটা লিবিয়া নয়!

গানেও বাংলাদেশ প্রাণেও বাংলাদেশ সাবাস বাংলাদেশ বিশ্বময়,
সুখেও বাংলাদেশ দুঃখেও বাংলাদেশ সোনার বাংলাদেশ নিঃস্ব নয়।
গানেও বাংলাদেশ প্রাণেও বাংলাদেশ সাবাস বাংলাদেশ বিশ্বময়,
সুখেও বাংলাদেশ দুঃখেও বাংলাদেশ সোনার বাংলাদেশ নিঃস্ব নয়।
সীনেমেঁ বাংলাদেশ, জীনেমেঁ বাংলাদেশ,
বাংলাদেশ কে কওয়ী গাম নেহী,
সারী দুনিয়াকো দেখলায়েগা বাংলাদেশ,
হামভী কিছিছে কম নেহি।

islamic song,bangla song,islam,bangla islamic song,eta bangladesh song,কালজয়ী বাংলা গান,কালজয়ী কবিতা,কালজয়ী দেশের গান,দেশাত্মবোধক গান,দেশাত্মবোধক গান বাংলাদেশ,এটা বাংলাদেশ,এটা বাংলাদেশ মুহিব খান,মুহিব খান ২০২০,মুহিব খানের নতুন গান,মুহিব খানের বিদ্রোহী গজল,আমার বাংলাদেশ মুহিব খান,মুহিব খানের ইসলামী সংগীত

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন