Dhoka Bangla Lyrics (ধোঁকা বাংলা লিরিক্স) Arman Alif Bangla Song
Dhoka Lyrics by Arman Alif :
Dhoka Song Is Sung by Arman Alif Bangla Song 2019. Starring: Sabbir Arnob And Shushmita Sinha. Music composed by Amzad Hossain. Tui Amare Dhoka Diya Sukh To Pabina Song Lyrics written by Suhrid Sufian.Dhoka by Arman Alif Bangla Song
- Song: Dhoka
- Singer: Arman Alif
- Music : Amzad Hossain
- Lyrics: Suhrid Sufian
- Tune: Ehsan Rahi
- Story : Jahid Preetom
- DOP: Bidrohi Dipon
- Edit & Color: Saif Russel
- Production House: V Creations
- Label: Dhruba Music Station
Dhoka Song Lyrics In Bengali :
সেইদিন তোকে দেখলাম একটা ছেলের সাথে রে
তোর দুটি হাত ছিলো সেই ছেলের হাতে রে,
বুকটা আমার ভেঙ্গে গেলো চোখে জমে জল
আর কতটা কষ্ট দিবি সরাসরি বল।
ষোলোআনা প্রেম কোরিয়া পাইলাম এক আনা
ভালোবাসার নামে শুধু জুটলো যাতনা,
লোকে বলে ভালোবাসা এখন শুধুই পাপ
সেই পাপেতে ডুইবা তোকে দিচ্ছি অভিশাপ ..
তুই আমারে ধোঁকা দিয়া সুখ তো পাবিনা
ফিরে আসবি তুই কখনো এটাও ভাবিনা,
তুই যারে যা ইচ্ছে হলে দূরে চলে যা
শুধু একবার শেষ দেখা দিয়া বিদায় বলে যা।
তোর জন্য কতকিছু ছাড়িলাম আমি
ছোটকালের বন্ধুর চেয়ে তুই ছিলি দামি,
হঠাৎ করে কি বুঝে আজ বদলে গেলি তুই
এখন আমার এতো জ্বালা কোন সাগরে থুই।
ষোলোআনা প্রেম কোরিয়া পাইলাম এক আনা
ভালোবাসার নামে শুধু জুটলো যাতনা,
লোকে বলে ভালোবাসা এখন শুধুই পাপ
সেই পাপেতে ডুইবা তোকে দিচ্ছি অভিশাপ..
তুই আমারে ধোঁকা দিয়া সুখ তো পাবিনা
ফিরে আসবি তুই কখনো এটাও ভাবিনা,
তুই যারে যা ইচ্ছে হলে দূরে চলে যা
শুধু একবার শেষ দেখা দিয়া বিদায় বলে যা।
ধোঁকা লিরিক্স - আরমান আলিফ :
Tui amare dhoka diya sukh toh pabi na
Phire ashbi tui kokhono etao vabina
Tui jare jaa icche hole dure chole jaa
Shudhu ekbar sesh dekha diya biday bole ja