Search Suggest

ছায়ামেঘ লিরিক্স । Chayamegh Bangla Lyrics by Bappa & Kona

ছায়ামেঘ লিরিক্স । Chayamegh Bangla Lyrics by Bappa & Kona | বাংলা লিরিক্স ডাইরী ছায়ামেঘ ছায়ামেঘ - বাপ্পা/ কনা কথা, সুর ও সংগীত : প্রিন্স মাহমুদ অ্যালব

ছায়ামেঘ লিরিক্স । Chayamegh Bangla Lyrics by Bappa & Kona | বাংলা লিরিক্স ডাইরী

ছায়ামেঘ
  • ছায়ামেঘ - বাপ্পা/ কনা
  • কথা, সুর ও সংগীত : প্রিন্স মাহমুদ
  • অ্যালবাম : নির্বাচিতা

ছায়ামেঘ বাংলা লিরিক্স

তোমায় ভালোবাসি
তাই ছায়ামেঘ আমি হবো
যখন রোদ্দুরে তুমি হাঁটো।
থাক চোখভাঙ্গা হাসি
তাই নুনে ভরা ব্যথা জলটুকু তুমি
আমার দু’চোখে বাটো।

সারা দিনমান যেখানেই তুমি
ঠিক সেখানেই থাকবো
যতটুকু ভালবাসা সম্ভব
ততটুকু ভালবাসবো
স্বপ্নেও ওম ওম হবো
হবো তোমার রেশমী চাদর
যখন ঘুমের রাজ্যে হাঁটো।

খোলা হাওয়া হয়ে যাবো বয়ে বয়ে
তোমার পাশে ভাসবো
বুক ভরে তুমি নিঃশ্বাস নিও
তোমর ভেতরে হাসবো
স্বাপ্নিক পৃথিবী থেকে
এনে দেবো রঙ সুতো
তুমি স্বপ্ন চরকা কাটো।

Read More: 

আসা করবো এই গানের লিরিক্স টি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ।

একটি মন্তব্য পোস্ট করুন