Search Suggest

Boro Hoow Bujbe Poem Lyrics । বড় হও বুঝবে কবিতা লিরিক্স । ২৩ শে জানুয়ারি কবিতা

Boro Hoow Bujbe Poem Lyrics In Bengali: আপনি কি কবিতা আবৃত্তি করতে চান? কিন্তু ভালো ও শ্রুতিমধুর কবিতা খুঁজে পাচ্ছেন না? তাহলে নিচে আপনাদের জন্য কবিতা

বড় হও বুঝবে কবিতা লিরিক্স । Boro Hoow Bujbe Poem Lyrics । Bangla Lyrics Dairy

Boro Hoow Bujbe Poem Lyrics In Bengali:

আপনি কি কবিতা আবৃত্তি করতে চান? কিন্তু ভালো ও শ্রুতিমধুর কবিতা খুঁজে পাচ্ছেন না? তাহলে নিচে আপনাদের জন্য কবিতা গুলি তোলা থাকলো। I hope so would love to Read this song Lyrics.

Boro Hoow Bujbe Song Info:

  • Poem: Boro Hoow Bujbe
  • Subtitle: Mh MosTafa

বড় হও বুঝবে কবিতা বাংলা লিরিক্স

ঠাকুরদালানের মধ্যিখানে

চেয়ারে রাখা হতো সুভাষ বোসের ছবি।

ঠাকুরদা এসে কপালে হাত ছুঁইয়ে বলতেন

'বন্দেমাতরম'!

আমি, বিশু, নন্দিনী, রাজু ঘিরে থাকতাম।

বাবা পতাকা উত্তোলন করতেন।

আমরাও ছবিতে ফুল মালা দিয়ে বলতাম,

'ভারত মাতা কি... জয়!'

জিজ্ঞেস করতাম,

আচ্ছা ঠাকুরদা, এই সুভাষ কে?

ঠাকুরদা বলতেন, 'বড় হও বুঝবে'।

বছর বছর তেইশে জানুয়ারি আসতো

বিস্কুট লজেন্স খেতে খেতে

আমরা একদিন ঠাকুরদার মুখে শুনলাম

ঠাকুরদার ছোট কাকা

দেশের স্বাধীনতার জন্য হারিয়ে গেছেন

নির্ভয়ে চিত্তে লড়াই করে গেছেন,

নিরুদ্দেশের আগে অবধি।

কেউ জিজ্ঞেস করলে বলেছেন,

'আমি হরিদাস পাল নই, আমি সুভাষ আগুন'।

ঠাকুরদা বললেন, বুঝলে দাদুভাই?

আমার ছোট কাকা ছিলেন সুভাষ বোস।

তবে যে তুমি বললে, তার নাম হরিদাস পাল?

ঠাকুরদা কপালে দু হাত তুলে প্রণাম করে বললেন

'বড় হও, বুঝবে।'

বড় ঝড় চারিদিকে!

ঠাকুর দালান, ঠাকুরদা তছনছ হয়ে গেল একদিন

ঠাকুরদার ছবি দেওয়ালে টাঙিয়ে ধুপ দিলো মা।

ভেঙে গেলো মানুষ, ভেঙে গেলো হৃদয়।

সভ্যতা উন্নয়নের সিঁড়িতে

উঠতে লাগলো তরতর করে।

ধান ক্ষেতে পড়ে রইল

কমলাবাসীর একমাত্র মেয়ের দেহ।

বেকার ছেলেটা

গাছের সঙ্গে পেঁচিয়ে নিল গলা।

কমলা মাসি পাগল হলো

বেকারের মা স্তব্ধ হয়ে গেল।

ঝড়, প্রবল ঝড়, প্রগতির ঝড়

আমি বিশু, নন্দিনী, রাজু ছিঁড়ে ফেললাম ভয়।

এগিয়ে গেলাম ক্ষেতের অন্ধকারে

খপা খক কোপ মারলাম হিংস্র জীভে।

কোমরে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে এলাম

কমলা মাসির পায়ে বেকারের চিঠি

আর সমস্ত সার্টিফিকেট নিয়ে

হাজির হলাম টেবিলে টেবিলে।

ততক্ষণে টেবিলের নিচ দিয়ে বানানো হাত,

এসে পৌঁছেছে আমাদের কাছে।

আমরা এক টানে ভেঙে ফেললাম সে হাত

বললাম, 'হোক যোগ্যতার পরীক্ষা হোক!'

দলে দলে বেকারের মা আওয়াজ তুললো,

'হোক হোক, যোগ্যতার পরীক্ষা হোক!'

অসুখে ছুটে গেলাম,

বুক ভরা বিশুদ্ধ বাতাস নিয়ে

খিদে'য় খাদ্য, তৃষ্ণায় জল।

তেইশে জানুয়ারি আমাদের ভাঙাচোরা উঠোনে,

পতাকা তুললেন বাবা।

ফটো ফ্রেম থেকে এক বাক্স লজেন্স নিয়ে

নেমে এলেন ঠাকুরদা।

বললেন, 'এই যে তুই, তুই খোকা, তুই বিশু, নন্দিনী, রাজু-

তোরাই তো সুভাষ বোস!

তোরাই নেতাজি!

স্পর্ধা আর আগুন!

আজাদ হিন্দ বাহিনী, তোরাই!

ওই দেখ,

ভারত মাতা তোদের কপালে জয় টিকা এঁকে দিচ্ছেন!

বল, "বন্দেমাতরম!", "বন্দেমাতরম!"

আমার তিরিশ বছরের জিজ্ঞাসায়

ভুরুকুঞ্চিত হয়...

তবে যে বলতে

তোমার ছোট কাকা হরিদাস পাল আসলে সুভাষ বোস?

ঠাকুরদা এক গাল হাসিতে বললেন,

বড় হও, বুঝবে ! নাও এখন লজেন্স খাও।

Boro Hoow Bujbe Poem Lyrics In English

Coming Soon...


Read More:

আসা করবো এই গানের লিরিক্স টি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন বাংলা গানের লিরিক্স, বাংলা গজল লিরিক্স, হিন্দী গানের লিরিক্সenglish song lyrics, Poem Lyrics, Song lyric captions পোস্ট দিয়ে থাকি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন গানের লিরিক এর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ।

একটি মন্তব্য পোস্ট করুন