বীরপুরুষ কবিতা লিরিক্স । Birpurush Poem by Rabindranath Tagore । Bangla Lyrics Dairy
BIRPURUSH Poem Lyrics In Bengali:
Birpurush Poem is Written by Rabindranath Tagore (Thakur) and Recited by Munmun Mukherjee. Rabindra Jayanti Special Bengali Poem.
আপনি কি কবিতা আবৃত্তি করতে চান? কিন্তু ভালো ও শ্রুতিমধুর কবিতা খুঁজে পাচ্ছেন না? তাহলে নিচে আপনাদের জন্য কবিতা গুলি তোলা থাকলো। I hope so would love to Read this song Lyrics.
BIRPURUSH Song Info:
- Poem: Beerpurush
- Poet: Rabindranath Tagore
- Recitation: Munmun Mukherjee
- Subtitle: Mh MosTafa
বীরপুরুষ কবিতা বাংলা লিরিক্স
মনে করো, যেন বিদেশ ঘুরে
মা কে নিয়ে যাচ্ছি অনেক দূরে
তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে
দরজা দুটো, একটুকু ফাঁক করে
আমি আছি রাঙ্গাঘোড়ার 'পরে
টগবকিয়ে, তোমার পাশে পাশে।
রাস্তা থেকে ঘোড়ার খুরে খুরে
রাঙ্গা ধুলোয় মেঘ উড়িয়ে আসে।
সন্ধ্যে হলো, সূর্য নামে পাটে,
এলেম যেন জোড়াদিঘির মাঠে।
ধূধূ করে যে দিক-পানে চাই,
কোনোখানে জনমানব নাই,
তুমি যেন আপন-মনে তাই
ভয় পেয়েছো-- ভাবছ, "এলেম কোথা!"
আমি বলছি, "ভয় কোরো না মা গো,
ওই দেখা যায় মরা নদীর সোঁতা।'
চোর কাঁটাতে মাঠ রয়েছে ঢেকে,
মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে।
গোরু বাছুর নেইকো কোনোখানে,
সন্ধ্যে হতেই গেছে গাঁয়ের পানে,
আমরা কোথায় যাচ্ছি কে তা জানে,
অন্ধকারে দেখা যায় না ভালো।
তুমি যেন বললে আমায় ডেকে,
"দিঘির ধারে ওই যে কিসের আলো!'
এমন সময় "হাঁরে রে রে রে রে,'
ওই যে কারা আসতেছে ডাক ছেড়ে।
তুমি ভয়ে পালকিতে এক কোণে
ঠাকুর-দেবতা স্মরণ করছো মনে,
বেয়ারাগুলো পাশের কাঁটাবনে
আরো পড়তে পারেন ...
পালকি ছেড়ে কাঁপছে থরো থরো।
আমি যেন তোমায় বলছি ডেকে,
"আমি আছি, ভয় কেন মা কর।'
হাতে লাঠি, মাথায় ঝাঁকড়া চুল,
কানে তাদের গোঁজা জবার ফুল।
আমি বলি, "দাঁড়া, খবর্দার!
এক পা কাছে আসিস যদি আর--
এই চেয়ে দেখ আমার তলোয়ার,
টুকরো করে দেব তোদের সেরে।'
শুনে তারা লম্ফো দিয়ে উঠে
চেঁচিয়ে উঠলো, "হাঁরে রে রে রে রে।'
তুমি বললে, "যাস না খোকা ওরে,'
আমি বলি, "দেখো না চুপ করে।'
ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে,
ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে,
কি ভয়ানক লড়াই হল মা যে,
শুনে তোমার গায়ে দেবে কাঁটা।
কতো লোকের মাথা পড়লো কাটা।
এতো লোকের সঙ্গে লড়াই করে
ভাবছো খোকা গেলো বুঝি মরে।
আমি তখন রক্ত মেখে ঘেমে
বলছি এসে, "লড়াই গেছে থেমে,'
তুমি শুনে পালকি থেকে নেমে
চুমো খেয়ে নিচ্ছ আমায় কোলে--
বলছো, "ভাগ্যে খোকা সঙ্গে ছিল।'
কি দুর্দশাই হত তা না হলে।'
রোজ কত কি ঘটে যাহা-তাহা--
এমন কেন সত্যি হয় না, আহা।
ঠিক যেন এক গল্প হতো তবে,
শুনতো যারা অবাক হত সবে,
দাদা বলত, "কেমন করে হবে,
খোকার গায়ে এত কি জোর আছে।'
পাড়ার লোকে সবাই বলতো শুনে,
"ভাগ্যে খোকা ছিলো মায়ের কাছে।'
BIRPURUSH Poem Lyrics In English
Mone koro, jeno bidesh ghure
Ma ke niye jachhi anek dure
Tumi jachho palki te ma chore
Dorja duto, ektuku fak kore
Aami achhi rangaghorar pore
Togbokiye, tomar pashe pashe
Rasta theke ghorar khure khure
Ranga dhuloy megh uriye aase
Sondhye holo, surjo naame paate
Elem jeno joradighir mathe
Written By
Rabindranath Tagore
আসা করবো এই গানের লিরিক্স টি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন বাংলা গানের লিরিক্স, বাংলা গজল লিরিক্স, হিন্দী গানের লিরিক্স, english song lyrics, Poem Lyrics, Song lyric captions পোস্ট দিয়ে থাকি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন গানের লিরিক এর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ।