রোদ ক্যানভাস লিরিক্স । Bedona Bangla Lyrics by Shironamhin| Bangla Lyrics Dairy

রোদ ক্যানভাস বাংলা লিরিক্স । Rod Canvas Bangla Lyrics by Shironamhin| Bangla Lyrics Dairy

রোদ ক্যানভাস লিরিক্স - শিরোনামহীন 
  • ব্যান্ড : শিরোনামহীন
  • এলবাম : শিরোনামহীন (২০১৩)
  • গান : রোদ ক্যানভাস
  • কথা : জিয়া ,
  • সুর : দিয়াত

রোদ ক্যানভাস বাংলা লিরিক্স

মিথ্যে গল্প নয়,
মিথ্যে স্বপ্ন নয়
ইচ্ছের ফডিংরা বলে দেয় কি সত্যি হয় ।
একরাশ সুবাতাস,
একমুঠো দীর্ঘশ্বাস
একই বিকেলে ভিজে যায় নীল আকাশ ।।

আনমনে রোদ ক্যানভাসে ছবি আঁকা
অন্ধ হলেও বেচে থাক্ ভালো থাকা
নিঃশ্বাস ভবঘুরে, ইচ্ছের প্রান্তরে
যদিও খুঁজে ফেরে, কোনো চেনাঠিকানা
চিন্তার বাতিঘরে, স্বপ্নেরা কড়া নাড়ে
রোদ ক্যানভাস জুড়ে, ইচ্ছের সীমানা ।।

যদি সময়ের জানালা ধরে, আজন্ম স্বপ্ন সাজিয়ে যাই
কখনো কি আর তারাদের আসরে, ইচ্ছের সীমানা খুজে বেড়াই ?
জানিনা কতকাল জেগে থাকি
কীভাবে সময়কে বেঁধে রাখি ?

 Read More: 

আসা করবো এই গানের লিরিক্স টি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ।

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন