নেতাজি জয়ন্তী: ২৩ শে জানুয়ারি কবিতা । Ami Subhash Bolchi Poem Lyrics In Bangla । Bangla Lyrics Dairy
Ami Subhash Bolchi Lyrics In Bengali:
Ami Subhash Bolchi (আমি সুভাষ বলছি) Bengali Poem to Our Nation Hero Netaji Subhas Chandra Bose. Recited by Arkadeep, Gargi Podder, Bratati Bandyopadhyay, and Many Others. Independence Day Special Bengali Poem Ami Subhash Bolchi is Written by Subho Dasgupta.
আপনি কি ২৩ শে জানুয়ারি নেতাজির ১২৬ তম জন্মদিন উপলক্ষে কবিতা আবৃত্তি করতে চান? কিন্তু ভালো ও শ্রুতিমধুর ২৩ শে জানুয়ারি কবিতা খুঁজে পাচ্ছেন না? তাহলে নিচে আপনাদের জন্য নেতাজির জন্মদিনের কবিতা গুলি তোলা থাকলো। I hope so would love to Read this song Lyrics.
Ami Subhash Bolchi Song Info:
- Poem: Ami Subhash Bolchi
- Writer: Subho Dasgupta
- Recited: Gargi Podder, Bratati Bandyopadhyay, Arkadeep, and Many Others
- Subtitle: Mh MosTafa
আমি সুভাষ বলছি কবিতা বাংলা লিরিক্স
তোমার পাথরে দিয়েছি মালা
এত মালা, এত ফুল, তুমিই ঢাকা পড়ে গেছ
তুমি পাথর না হলে রাগ করতে
ছাপ্পান্ন বছর আগের এক মধ্যরাতে
এলগিন রোডের তিন তলার ঘরে আলো জ্বলছিল
চাদর গায়ের এক ছায়ামূর্তি পায়চারি করছিল অবিরাম
বাইরের রাস্তায় ইংরেজ পুলিশের চর
সতর্ক সজাগ চোখে দেখছিল
তার সব সতর্কতাকে বুদ্ধু বানিয়ে
তুমি তখন অন্ধকার চিরে ছুটে চলেছ আলোর পথে
দেশের মানুষ, কাকপক্ষী কেউ টের পায়নি।
তুমি চলে যাবার পর
ছাপ্পান্নটা শীত, বর্ষা, গ্রীষ্ম উধাও, তুমিও
সেই থেকে প্রত্যেক জানুয়ারিতে
পৃথিবীর এপাড়া, ও পাড়া সব মাটিতে
তোমার অনশ্বর পায়ের ছাপ।
সব রাইফেলে তোমার বুকের বারুদ
সব কুচকাওয়াজে তোমার সেনার ছন্দ
পরশ পাথরের মত স্বাধীনতাকে খুঁজেছে
তোমার অন্তরে লুকিয়ে থাকা খ্যাপা।
তোমার গন্থব্য ছিল স্বাধীনতা
তোমার পথ ছিল স্বাধীনতা,
তোমার স্বপ্ন ছিল স্বাধীনতা
তোমার প্রেম ছিল স্বাধীনতা।
তুমি রক্ত চেয়েছিলে স্বাধীনতার জন্য,
তুমি তাই পাথর
যারা স্বাধীনতার আড়ালে চেয়েছিল গদি,
চেয়েছিল সিংহাসন
ইংরেজের ছেড়ে জাওয়া লুটের রাজ্যপাট,
তারা রইল সুখে।
ভারতবর্ষের টাকায় তাদের সুখ,
তোমার নয়
ভারতবর্ষের অফিসে, আদালতে তাদের ছবি,
তোমার নয়
ভারতবর্ষের সংবিধানে তাদের সই-সাবুদ,
তোমার নয়।
ইংরেজ গরীব মানুষকে পায়র নীচে রাখত
আমরা বড়লোকদের মাথায় করে রেখেছি
স্মাগলার কিংবা ডাকাতকে জোড় হাতে
সভাপতির আসনে আহ্বান করেছি।
ইংরেজ এদেশের ধন সম্পত্তি লুট করত
আমরা দেশটাকে বেচে দিচ্ছি।
ইংরেজ দিয়েছে চাবুক, লাঠি, গুলি
আমরা দিয়েছি মাস্তান, মাফিয়া, নেতা আর বুলি
ইংরেজ দিয়েছে কালাপানি, সেলুলার জেল
আমরা দিয়েছি টিভিতে সুপারহিট মোকাবিলা
আর আইনসভায় আয়ারাম, গয়ারামের খেল।
ছাপ্পান্ন বছর আগের এক মধ্যরাতে
পরাধীন এই দেশ ছেড়ে তুমি চলে গিয়াছিলে
স্বাধীন এক স্বদেশে ফিরে আসার স্বপ্ন নিয়ে,
তুমি ফিরে আসনি
স্বাধীনতা এসেছে,
তার কাঁধে ঝুলি ভরে নিয়ে এসেছে
ভোট নামক রাজস্যূয় যজ্ঞ
গণতন্ত্র নামক চিরায়ত মাত্স্যন্যায়
প্রগতি নামক লোক-ঠকানো স্ট্যাটিসটিক্স
সংহতি নামক বিস্ফোরণের চুরমার
ঐতিহ্য নামক মন্দির-মসজিদের ঝগড়া
আর আসমুদ্র হিমাচল ভরিয়ে দেওয়া
ভাষণ, ভাষণ আর ভাষণ।
ছাপ্পান্ন বছর ধরে তুমি পাথর হয়ে আছ
ছাপ্পান্ন বছর ধরে ভারতবর্ষ
অধীর অপেক্ষায় কান পেতে আছে,
ইথার-তরঙ্গে কবে হঠাৎ শোনা যাবে
স্বাধীনতার নিজস্ব কণ্ঠস্বর
আমি সুভাষ বলছি!
Ami Subhash Bolchi Poem Lyrics In English
Tomar Pathore Diyechi Mala
Eto Mala, Eto Phool, Tumi-I Dhaka Pore Gechho
Tumi Pathor Na Hole Rag Korte
56 Bachor Aager Ek Modhyorate
Elgin Road Er Tin Tolar Ghore Aalo Jolchhilo
Chador Gaayer Ek Chhaya Murti Paychari Korchhilo Abiram
Bairer Rastay Engrej Police Er Chor
Satarko Sojag Chokhe Dekhchilo
Taar Sob Sotorkota Ke Budhhu Baniye
Tumi Takhon Andhokar Chire Chhute Cholechho Aalor Pothe
Ddesher Manush, Kakpokshi Keu Ter Paayni
আসা করবো এই গানের লিরিক্স টি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন বাংলা গানের লিরিক্স, বাংলা গজল লিরিক্স, হিন্দী গানের লিরিক্স, english song lyrics, Poem Lyrics, Song lyric captions পোস্ট দিয়ে থাকি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন গানের লিরিক এর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ।