Search Suggest

আমি মেঘ ছুড়ে দেই লিরিক্স । Ami megh chure dei Bangla Lyrics by Carbonized

আমি মেঘ ছুড়ে দেই লিরিক্স । Ami megh chure dei Bangla Lyrics by S | বাংলা লিরিক্স ডাইরী Ami megh chure dei ( আমি মেঘ ছুড়ে দেই ) by Carbonized

আমি মেঘ ছুড়ে দেই লিরিক্স । Ami megh chure dei Bangla Lyrics by Carbonized | বাংলা লিরিক্স ডাইরী

Ami megh chure dei ( আমি মেঘ ছুড়ে দেই ) by Carbonized

  • Vocal - Dhrubo
  • Lead Guitar - Saiful
  • Bass Guitar - Hira
  • Rhythm - Dhrubo
  • Drum - Riad

 আমি মেঘ ছুড়ে দেই বাংলা লিরিক্স

যদি ভুলে যাও না হয় আমাকে,
পারবে কি ভুলে যেতে আমার স্নৃতিকে
যদি মুছে দাও আমার স্নৃতিকে,
পারবে সুখি হতে আমাকে ভুলে

আমি মেঘ ছুড়ে দেই তোমারও আকাশে
বুঝে নিও তুমি এই আমাকে।।

ব্যাথা গুলো আর ব্যাথা দেয় না,
ব্যাথা গুলো ভুলে গেছি
জ্বালা গুলো আর জ্বালা দেয় না,
জ্বালা গুলো পুষে রাখি
অনেক কেঁদেছি আর কাঁদতে চাইনা,
কাঁদতে আমার আর ভাল লাগেনা।

আমি মেঘ ছুড়ে দেই তোমারও আকাশে,
বুঝে নিও তুমি এই আমাকে।।

বৃষ্টি হলে ভেবেনিও তুমি
এ আমার চোখেরও জল।।
অনেক ভেবেছি আর ভাবতে চাইনা,
ভাবতে আমার ভালো লাগে না।

আমি মেঘ ছুড়ে দেই তোমারও আকাশে,
বুঝে নিও তুমি এই আমাকে।।

Read More: 

আসা করবো এই গানের লিরিক্স টি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ।

একটি মন্তব্য পোস্ট করুন