আমি ঘরের হইনি, বাহির আমায় টানে লিরিক্স । Ami ghorer bahir Bangla Lyrics by Shironamhin | বাংলা লিরিক্স ডাইরী
আমি ঘরের হইনি, বাহির আমায় টানে (ami ghorer bahir) - limonশিল্পী : লিমন
আমি ঘরের বাহির বাংলা লিরিক্স
আমি ঘরের হইনি, বাহির আমায় টানে
আমি তোমার হইনি শুধু আকাশটা জানে
আমি পথ থেকে পথে যাই,দূর থেকে দূরে
আমি তোমার জন্য গাই,কটা গান সুরে
আমি তোমায় ভুলে বল যাব, কোন খানে।
তাই তোমার হইনি আকাশটা জানে।
আকাশ যেথা মেশে আমার পাশের গাঁয়ে
সেথা বাতাস বলেছে আমার কানে কানে।
আমি খুঁজিনি কখনও আকাশের মানে
তাই তোমার হইনি আকাশটা জানে।