আমি ঘরের হইনি, বাহির আমায় টানে লিরিক্স । Ami ghorer bahir Bangla Lyrics by Shironamhin | বাংলা লিরিক্স ডাইরী
আমি ঘরের হইনি, বাহির আমায় টানে (ami ghorer bahir) - limonশিল্পী : লিমন
আমি ঘরের বাহির বাংলা লিরিক্স
আমি ঘরের হইনি, বাহির আমায় টানে
আমি তোমার হইনি শুধু আকাশটা জানে
আমি পথ থেকে পথে যাই,দূর থেকে দূরে
আমি তোমার জন্য গাই,কটা গান সুরে
আমি তোমায় ভুলে বল যাব, কোন খানে।
তাই তোমার হইনি আকাশটা জানে।
আকাশ যেথা মেশে আমার পাশের গাঁয়ে
সেথা বাতাস বলেছে আমার কানে কানে।
আমি খুঁজিনি কখনও আকাশের মানে
তাই তোমার হইনি আকাশটা জানে।
Read More:
আসা করবো এই গানের লিরিক্স টি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ।
Tags:
Bangla Song Lyrics