এক জীবন লিরিক্স । Ak Jibon Bangla Lyrics by Shironamhin | বাংলা লিরিক্স ডাইরী
এক জীবন (Ak Jibon ) Lyricsকন্ঠঃ শহীদ/ শুভমিতা ব্যাণার্জী
অ্যালবামঃ নীলাম্বরী(আরফিন রুমি এবং ফুয়াদ ফিচারিং শহীদ)
একা বাংলা লিরিক্স
তুমি আমি কাছাকাছি আছি বলেই,
এ জীবন হয়েছে মধুময়…
যদি তুমি দূরে কভু যাও চলে,
শুধু মরণ হবে আর কিছু নয়..
তোমায় ছেড়ে বহুদুরে যাব কোথায়
এক জীবনে এত প্রেম পাব কোথায়
তোমায় ছেড়ে বহুদুরে যাব কোথায়
এক জীবনে এত প্রেম পাব কোথায়
তোমারি পরশে ভালোবাসা,
আসে মনেরই আঙ্গিনায়
নয়ন ভরে দেখি তোমায়,
তবু বুঝি দেখার শেষ নাই
তোমারি পরশে ভালোবাসা,
আসে মনেরই আঙ্গিনায়
নয়ন ভরে দেখি তোমায়,
তবু বুঝি দেখার শেষ নাই
তোমায় ছেড়ে বহুদুরে যাব কোথায়
এক জীবনে এত প্রেম পাব কোথায়
তোমায় ছেড়ে বহুদুরে যাব কোথায়
এক জীবনে এত প্রেম পাব কোথায়
সুখেরই সাগরে ঢেউয়ে ঢেউয়ে,
দুজনে একসাথে ভেসে যাই
ভেসে ভেসে ভালবেসে,
সারা জীবন বাঁচতে চাই
সুখেরই সাগরে ঢেউয়ে ঢেউয়ে,
দুজনে একসাথে ভেসে যাই
ভেসে ভেসে ভালবেসে,
সারা জীবন বাঁচতে চাই
তোমায় ছেড়ে বহুদুরে যাব কোথায়
এক জীবনে এত প্রেম পাব কোথায়
তোমায় ছেড়ে বহুদুরে যাব কোথায়
এক জীবনে এত প্রেম পাব কোথায়
Read More:
আসা করবো এই গানের লিরিক্স টি আপনাদের কাছে ভালো লেগেছে, আমরা প্রতিদিন এই ওয়েবসাইটে নতুন নতুন পোস্ট পাবলিক করি, আপনারা যদি আমাদের পোস্ট গুলো সবার আগে পড়তে চান, আমাদের ওয়েবসাইটটি ফলো করে রাখুন, পরবর্তীতে কোন বিষয়ের উপর পোস্ট দেখতে চান নিচে কমেন্ট করে জানিয়ে দিবেন, সবাই ভালো থাকবেন সম্পূর্ণ পোস্টটি পড়ার জন্য ধন্যবাদ ।
Tags:
Music Videos