Search Suggest

আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না লিরিক্স | Ager moto shanti to r ekhon paoya jay na lyrics

আগের মতো শান্তি লিরিক্স আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না মানুষ সব পাল্টে গেছে পাল্টেনি তো জামানা । (৩) মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকি আছে জাম

আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না লিরিক্স | Ager moto shanti to r ekhon paoya jay na lyrics

আগের মতো শান্তি লিরিক্স

আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না
মানুষ সব পাল্টে গেছে পাল্টেনি তো জামানা । (৩)
মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকি আছে
জামানা ঠিকি আছে, মানুষ সব পাল্টে গেছে ।

চুল গুলো খাটো খাটো, সার্ট প্যান্ট আটো সাটো
সানগ্লাস চোখে তার, যেন কোন জমিদার
বোট জুতা পায়ে দিয়ে, কাঁদে এক ব্যাগ নিয়ে
ঠোঁটে দেয় লিপিস্টিক, হাঁসে ‍শুধু ফিক ফিক
ওদিকে গেল দু’চোখ, মনে হলো ভদ্র লোক
কাছে গিয়ে দেখি হায়রে পুরুষ মানুষ না
মাসাল্লা দাঁড়ায়ে আছে মিছ জরিনা, আপা
মাসাল্লা দাঁড়ায়ে আছে মিছ জরিনা, আপা
মাসাল্লা দাঁড়ায়ে আছে মিছ জরিনা হে ।

আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না
মানুষ সব পাল্টে গেছে পাল্টেনি তো জামানা ।
মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকি আছে
জামানা ঠিকি আছে, মানুষ সব পাল্টে গেছে ।

লম্ব লম্ব আছে চুল, কানেতেও আছে দুল
হাতে দেয় সোনার চুরি, চিকন ফিতার ঘড়ি
পাঞ্জাবি গায়ে দিয়ে, হাত আছে মোরানো
লম্বা উরনাটা, কাঁদে আছে ঝুলানো
হেঁটে চলে আঁকা বাঁকা, যেন কোন নায়িকা
কাছে গিয়ে দেখি হায়রে, মাইয়া মানুষ না ।
এটা হলো আমগো পাড়ার মিস্টার সোহেল রানা । (৩)

আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না
মানুষ সব পাল্টে গেছে পাল্টেনি তো জামানা ।
মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকি আছে
জামানা ঠিকি আছে, মানুষ সব পাল্টে গেছে ।


মোটা বই আছে হাতে, কলমটা আছে সাথে
সাদা সার্ট গায়ে দিয়ে, সু জোড়া পায়ে দিয়ে
জিন্সের পড়েছে পেন্ট, মনে হলো ইস্টুডেন্ট
পড়নে আছে যে বেল্ট, গায়ে মাখে দামি সেন্ট ।
যায় বন্ধুর আড্ডায়, ছিন্তায় করে রাস্তায় ।
নেশা করে গাঞ্জা খেলে, আট মাস থাকে জেলে
অবশেষে মনে হলো, এটা কোন ছাত্র না ।
এইটা হলো আমগো পাড়ার টোকাই বাবুল কানা । (২)

আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না
মানুষ সব পাল্টে গেছে পাল্টেনি তো জামানা ।
মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকি আছে
জামানা ঠিকি আছে, মানুষ সব পাল্টে গেছে । (২)
মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকি আছে
জামানা ঠিকি আছে, মানুষ সব পাল্টে গেছে

কথা ও সুর: মাসুদ রানা

একটি মন্তব্য পোস্ট করুন