আচ্ছা কেন মানুষগুলো লিরিক্স । accha keno manush gulo Bangla Lyrics by Shironamhin | বাংলা লিরিক্স ডাইরী
আচ্ছা কেন মানুষগুলো (accha keno manush gulo)ব্যাণ্ড: রেনেসাঁ
আচ্ছা কেন মানুষগুলো বাংলা লিরিক্স
আচ্ছা কেন মানুষগুলো এমন হয়ে যায়
চেনাজানা মুখগুলো সব কেমন হয়ে যায়
দিন বদলের খেলাতে
মন বদলের মেলাতে
মানুষগুলো দিনে দিনে
বদলে কেন যায়।।
সুখের দিনে ভালোবাসা দেয় যে কতজন
কাছে আসে ভালোবাসে দেয় যে ভরে মন
দিন বদলের খেলাতে
মন বদলের মেলাতে
মানুষগুলো দিনে দিনে
বদলে কেন যায়।।
দুঃখের দিনে কাছে এসে পথ ভুলে কি কেউ
একা ঘরে পড়েই রবে জানবে নাতো কেউ
দিন বদলের খেলাতে
মন বদলের মেলাতে
মানুষগুলো দিনে দিনে
বদলে কেন যায়।।