স্বপ্নঘুড়ি | Shopno Ghuri Lyrics by Emil - Shunno | Bangla Lyrics Dairy
Shopno Ghuri Lyrics by Emil
- কন্ঠঃ এমিল
- ব্যান্ডঃ শূন্য
- অ্যালবামঃ রং
স্বপ্নঘুড়ি | Shopno
ভেজা ঘাস মাড়িয়ে ছুটে
চলি স্বপ্নের দেশে
হঠাৎ কালো মেঘ এসে
ছেয়ে যায় আকাশে
এমনি করে স্বপ্ন আমার
হারিয়ে যায় বৃষ্টিতে
ভাঙা স্বপনের সুর দিয়ে আসে
এই আমাতে
পুবাআকাশে আবির মেখে স্বপ্ন
দেখব আমি
ভোরের স্বপ্ন সত্যি হবে
একথা আমি জানি
শেষ ভোরে তাই ঘুমিয়ে
পরি
হব বলে স্বপ্নঘুরি।
জানালার ফাঁকে রোদ এসে
ঘুম ভাঙ্গায় আমার
হয়তো তখন ঘুমের ঘোরে
ছিলাম পাশে তোমার
এমনি করে কেটে যায়
প্রতিটি প্রহর
স্বপ্নের সাথে নিরন্তর
পুবাআকাশে আবির মেখে স্বপ্ন
দেখব আমি
ভোরের স্বপ্ন সত্যি হবে
একথা আমি জানি
শেষ ভোরে তাই ঘুমিয়ে
পরি
হব বলে স্বপ্নঘুরি।
এমনি করে স্বপ্ন আমার
হারিয়ে যায় বৃষ্টিতে
ভাঙা স্বপনের সুর দিয়ে আসে
এই আমাতে
পুবাআকাশে আবির মেখে স্বপ্ন
দেখব আমি
ভোরের স্বপ্ন সত্যি হবে
একথা আমি জানি
শেষ ভোরে তাই ঘুমিয়ে
পরি
হব বলে স্বপ্নঘুরি।