সে ভাবে | Se Vabe Lyrics By Emil | Shunno Band

সে ভাবে | Se Vabe Lyrics By Emil | Shunno Band | Bangla Lyrics Dairy
 সে ভাবে | Se Vabe Lyrics By Emil | Shunno Band | Bangla Lyrics Dairy

সে ভাবে | Se Vabe Lyrics By Emil | Shunno Band | Bangla Lyrics Dairy


সে ভাবে | Se Vabe Lyrics By Emil

  • কন্ঠঃ এমিল
  • কথাঃ এমিল
  • ব্যান্ডঃ শূন্য
  • অ্যালবামঃ গড়বো বাংলাদেশ


 সে ভাবে-এমিল

সে ভাবে
সে ভাবে
কেন পুরনো পাতায়, পুরনো সেই কথায়
যেন সবই অচেনা লাগে
তার স্মৃতিগুলো আজ কেন মুছে যায়?
প্রিয় মানুষগুলো আজ সরে যায়
সে ভাবে
সে ভাবে
সে ভাবে
সে ভাবে
তার পুরনো পাতায়, পুরনো সেই কথা
সবই ভুলে যেতে চায় সময়
কার কথাগুলো আজ, যেন ভেসে যায়
কে ছায়া হয়ে আজ রয়ে যায়?
সে ভাবে
সে ভাবে
সে ভাবে
সে ভাবে
সে ভাবে
সে ভাবে
সে ভাবে
সে ভাবে

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন