জোছনার পরে | Jochonar Pore By Shunno । Gorbo Bangladesh

জোছনার পরে | Jochonar Pore By Shunno From The Album Gorbo Bangladesh | Bangla Lyrics Dairy
জোছনার পরে | Jochonar Pore By Shunno From The Album Gorbo Bangladesh | Bangla Lyrics Dairy

জোছনার পরে | Jochonar Pore By Shunno From The Album Gorbo Bangladesh | Bangla Lyrics Dairy


জোছনার পরে | Jochonar Pore By Shunno Band

  • কন্ঠঃ এমিল
  • কথাঃ বৃষ্টি দেছা
  • ব্যান্ডঃ শূন্য
  • অ্যালবামঃ গড়বো বাংলাদেশ

Jochonar Pore Lyrics - Shunno Band

আজ তুমি শব্দ দিয়ে আঁধার রাতে

আমার নীরবতার ঘুম ভাঙ্গালে

আজ তোমায় নিয়ে যাব মেঘেরই আড়ালে

মেঘদের ছুঁতে পারো হাত বাড়ালে

হাত বাড়ালে

আজ বহুদূরে হেঁটে যাবো বলে

নিয়ন আলো হাতে আমি দাঁড়িয়ে

আজ তুমি রোদে ভেজা ভোরের শিশিরে

আমার না ঘুমের স্বপ্ন হয়ে

আমার থেমে থাকা সব আঁধার চিরে

আমার ভেতরে আজও বৃষ্টি ঝরে

আমার থেমে থাকা সব আঁধার চিরে

আমার ভেতরে আজও বৃষ্টি ঝরে

তোমার আঁকা জোছনায় কিছু স্বপ্ন আছে বাকি

জোছনারই গল্প শেষে পাশে রবো আমি

তোমার আঁকা জোছনায় কিছু স্বপ্ন আছে বাকি

জোছনারই গল্প শেষে পাশে রবো আমি

আমার থেমে থাকা সব আঁধার চিরে

আমার ভেতরে আজও বৃষ্টি ঝরে

আমার থেমে থাকা সব আঁধার চিরে

আমার ভেতরে আজও বৃষ্টি ঝরে

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন