Amar Shonar Bangla Lyrics আমার সোনার বাংলা (জাতীয় সঙ্গীত) Rabindra Sangeet | Bangla Lyrics Dairy
বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলা গানটির লিরিক্স লিখেছেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ১৯০৫ খ্রিষ্টাব্দে বঙ্গভঙ্গ আন্দোলনের পরিপ্রেক্ষিতে এই গানটি রচিত হয়েছিল। ১৩ জানুয়ারি, ১৯৭২ তারিখে মন্ত্রীসভার প্রথম বৈঠকে এ গানটির প্রথম দশ লাইন স্বাধীন রাষ্ট্র হিসাবে প্রতিষ্ঠিত বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে নির্বাচিত হয়।
The National Anthem of Bangladesh Amar Shonar Bangla Lyrics Written by Rabindranath Tagore. Amar Sonar Bangla Rabindra Sangeet Sung by Nachiketa Chakraborty, Subhamita Banerjee, Rupankar Bagchi, Jayati Chakraborty, Iman Chakraboty, Tapan Sinha, Timir Biswas, Chaina Banerjee And Sumana.
- Amar Shonar Bangla Song Details :
- Song Name : Amar Sonar Bangla
- Written by : Rabindranath Tagore (1905)
- Parjaay : Swadesh-1
- Taal : Dadra
- Anga : Baul
- Singers : Nachiketa Chakraborty, Subhamita Banerjee,
- Rupankar Bagchi, Jayati Chakraborty, Iman Chakraboty,
- Tapan Sinha, Timir Biswas, Chaina Banerjee And Sumana.
- Music Arrangement by : Tapan Sinha
- Courtesy : Abhishek Bhattacharya
- Compositing : Tamal Duary
- Videography & Editing : Joy Kar
Amar Shonar Bangla Lyrics In Bengali :
আমার সোনার বাংলা
আমি তোমায় ভালবাসি,
আমার সোনার বাংলা
আমি তোমায় ভালবাসি।
চিরদিন তোমার আকাশ
চিরদিন তোমার আকাশ,
তোমার বাতাস, আমার প্রাণে
ওগো আমার প্রাণে বাজায় বাঁশি।
সোনার বাংলা
আমি তোমায় ভালবাসি।।
ও মা, ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে
পাগল করে,
মরি হায়, হায় রে ও মা,
ফাগুনে তোর আমের বনে ঘ্রাণে
পাগল করে।
ও মা, অঘ্রানে তোর ভরা ক্ষেতে
কী দেখেছি, আমি কী দেখেছি মধুর হাসি।
সোনার বাংলা
আমি তোমায় ভালবাসি।।
কী শোভা, কী ছায়া গো,
কী স্নেহ, কী মায়া গো,
কী আঁচল বিছায়েছ বটের মূলে
নদীর কূলে কূলে।
মা, তোর মুখের বাণী আমার কানে
লাগে সুধার মতো,
মরি হায়, হায় রে, মা তোর
মুখের বাণী আমার কানে লাগে
সুধার মতো,
মা তোর বদন খানি মলিন হলে
আমি নয়ন,
ও মা, আমি নয়ন জলে ভাসি।
সোনার বাংলা
আমি তোমায় ভালবাসি।।
তোমার এই খেলাঘরে
শিশুকাল কাটিলো রে,
তোমারই ধুলামাটি অঙ্গে মাখি
ধন্য জীবন মানি।
তুই দিন ফুরালে সন্ধ্যাকালে
কী দীপ জ্বালিস ঘরে,
মরি হায়, হায় রে, ও মা
দিন ফুরালে সন্ধ্যাকালে
কী দীপ জ্বালিস ঘরে,
তখন খেলাধূলা সকল ফেলে
তোমার কোলে,
ও মা, তোমার কোলে ছুটে আসি।
সোনার বাংলা
আমি তোমায় ভালবাসি।।
ধেনু-চরা তোমার মাঠে
পারে যাবার খেয়াঘাটে,
সারাদিন পাখি ডাকা, ছায়ায় ঢাকা
তোমার পল্লীবাটে।
তোমার ধানে ভরা আঙিনাতে
জীবনের দিন কাটে,
মরি হায়, হায় রে, মা তোর
ধানে ভরা আঙিনাতে
জীবনের দিন কাটে।
ও মা, আমার যে ভাই তারা সবাই
তোমার রাখাল,
ও মা, তোমার রাখাল তোমার চাষি।
সোনার বাংলা
আমি তোমায় ভালবাসি।।
ও মা, তোর চরণেতে
দিলেম এই মাথা পেতে,
দে গো তোর পায়ের ধুলা
সে যে আমার মাথার মানিক হবে।
ও মা, গরিবের ধন যা আছে তাই
দিব চরণতলে,
মরি হায়, হায় রে, ও মা,
গরিবের ধন যা আছে তাই
দিব চরণতলে।
আমি পরের ঘরে কিনব না আর
মা, তোর ভূষণ,
মা, তোর ভূষণ বলে গলার ফাঁসি।
সোনার বাংলা
আমি তোমায় ভালবাসি।।
Amar Shonar Bangla Lyrics In English :
Amar sonar Bangla
Ami tomay bhalobashi
Chirodin tomar akash
Tomar batash
Amar praane bajay banshi
Sonar Bangla
Ami tomay Valobashi
O ma phagune tor aam er bone
Ghrane pagol kore
Mori hay, hay re o ma
Oghrane tor bhora khete
Ami ki dekhechi modhur haasi
Sonar Bangla
Ami tomay valobasi
Ki shobha ki chaya go
Ki sneho ki maya go
Ki anchol bichayecho
Boter mule nodir kule kule
Ma tor mukher bani
Amar kane laage sudhar moto
Ma tor bodon khani molin hole
Ami noyon
O maa ami noyon jole bhasi
Shonar Bangla
Ami tomay bhalobashi
Tomar ei khelaghore
Shishikal katilo re
Tomari dhulamaati ongge makhi
Dhonno jibon maani
Tui din furale sondhyakale
Ki deep jalis ghore
Tokhon kheladhula sokol fele
TOmar kole chute ashi
Shonar Bangla
Ami tomay bhalobasi
Dhenuchora tomar mathey
Paare jabar kheyaghate
Saradin pakhi daka chayay dhaka
Tomar pollibaate
TOmar dhane bhora anginate
Jiboner din kaate
O maa amar je bhai tara sobai
Tomar rakhal tomar chashi
Shonar Bangla
Ami tomay Valobashi
O maa tor choronete
Dilem ei matha pete
De go tor paayer dhula
Se je amar mathar manik hobe
O maa goriber dhon jaa ache tai
Dibo chorontole
Ami porer ghore kinbo na aar
Maa tor bhuson bole golar fanshi
Shonar Bangla
Ami tomay Valobasi