Kobor Gojol Lyrics | Iqbal HJ | কবরের জীবন নিয়ে নাশীদ | Islamic Gojol Lyrics

Kobor Gojol Lyrics | Iqbal HJ | কবরের জীবন নিয়ে নাশীদ | Islamic Gojol Lyrics

Kobor Gojol Lyrics and Mp3 Download Iqbal HJ New Gojol কবরের জীবন নিয়ে নাশীদ. This beautiful Islamic Gazal is sung by Iqbal HJ. Kobor Lyrics are written by Abu Salman Md Ammar. Iqbal HJ New Islamic Songs, Bangla Notun Gojol, Iqbal HJ Islamic Nasheed.
"কবরের জীবন নিয়ে পবিত্র কুরআনের আলোকে অসাধারণ একটি সৃষ্টি হবে “কবর” নাশীদটি। এ নাশীদটি আমাদের অন্তরে আল্লাহর ভয়কে জাগ্রত করবে, ইনশা আল্লাহ।"
Hope you will enjoy our Best Selected Islamic Song, জনপ্রিয় গজল, exclusive Gazal, Hamd, Naat, Islamic Nasheed, Bangla Islamic Gojol, You'll get here Bangla gojol lyrics on our website. Don't forget to Visit regularly "www.banglalyricsdairy.com"
Kobor Gojol Iqbal HJ | কবরের জীবন নিয়ে নাশীদ | Islamic Gojol Lyrics
- Song: Kobor
- Artist: Iqbal HJ
- Lyric: Abu Salman Md Ammar
- Tune: Iqbal HJ
- Composition: Parvez Juwel
- Creative Producer: Marjia Iqbal
- Gfx: Saad Al Amin
- Director: H AL Haadi
KOBOR LYRICS কবর
এ মাটির নিবিড় এক মমতায়
সৃষ্টি করেছো তুমি আমাকে,
অবনত শুধু যেন হই সিজদায়
স্মরে যাই যেন প্রভু তোমাকে।
মাটির ওই দেহখানি
সবি শেষ হবে তাও জানি
আড়ালে যাবে চলে সুখেরা।
مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ
وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَى
দুনিয়ার জীবনের শেষ লগনে
যেতে হবে চড়ে মৃত্যুর বোরাকে
পরিণত হবে প্রিয় দেহ খানি
মাটির ঐ নিদারুণ খোরাকে।
তবু কেন আজ আমার কাটে না যে ঘুম
কেন ভুলে আছি প্রভু তোমাকে।
মহা প্রলয়ের কঠিন দিবসে
তুমি সাজিয়ে বিচারের সভাকে
কবরের মাটি সব চিরে প্রভু
তুলে নেবে আসামীর ব্যারাকে।
ভুলে যাবো আমি হায় দুনিয়ার সব
বাবা মা ভাই বোন প্রিয়-তমাকে।
مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ
وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَى