Hariye
Jabo Ekdin Ami Gojol | হারিয়ে যাবো একদিন | Arif Arian | নতুন ইসলামিক গজল |
Islamic Gojol Lyrics
![]() |
Hariye Jabo Ekdin Ami Gojol | হারিয়ে যাবো একদিন | Arif Arian | নতুন ইসলামিক গজল | Islamic Gojol Lyrics |
Hariye Jabo Akdin Ami Gojol
Lyrics and Mp3 Download Arif Arian New Gojol হারিয়ে যাবো একদিন আমি | নতুন ইসলামিক গজল. This beautiful Islamic Bangla Gojol is sung by Arif Arian. Hariye
Jabo Ekdin Ami Lyrics are written by Aminul Islam Mamun. Hariye Jabo Ekdin Ami
Gojol Mp3 Download, Arif Arian Er Notun Gojol, Bangla New Islamic Gojol
Hope you will enjoy our Best Selected Islamic Song, জনপ্রিয় গজল,
exclusive Gazal, Hamd, Naat, Islamic Nasheed, Bangla Islamic Gojol, You'll get
here Bangla gojol lyrics on our website. Don't forget to Visit regularly
"www.banglalyricsdairy.com"
Hariye Jabo Ekdin Ami Gojol
| হারিয়ে যাবো একদিন | Arif Arian | নতুন ইসলামিক গজল
- Song: Hariye Jabo Akdin
- Singer: Arif Arian
- Lyric & Tune: Aminul Islam Mamun
- Record Label: Holy Tune Studio
- Video: Studio Vocal
Hariye Jabo Ekdin Ami Lyrics
হারিয়ে যাবো একদিন আমি রব না এই ভুবনে চির দিন
হারিয়ে যাবো একদিন আমি রব না এই ভুবনে চির দিন
ক্ষমা করে দিয়ো তোমরা আমায়, ক্ষমা করে দিয়ো তোমরা আমায়,
ভুল করে থাকি যদি কোনোদিন
হারিয়ে যাবো একদিন আমি, রব না এই ভুবনে চিরদিন
হারিয়ে যাবো একদিন আমি, রব না এই ভুবনে চিরদিন
বাঁশ বাগানে বা গোরস্থানে হয় তোহ দেবে মোরে কবর
তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর
বাঁশ বাগানে বা গোরস্থানে হয় তোহ দেবে মোরে কবর
তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর
পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনোদিন
হারিয়ে যাবো একদিন আমি রব না এই ভুবনে চির দিন
হারিয়ে যাবো একদিন আমি রব না এই ভুবনে চির দিন
ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পরে রবে
আঁধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কভু জালবে
ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিথর হয়ে পরে রবে
আঁধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কভু জালবে
থাকবে না কেউ জানি আমার পাশে
কাটাব একাকী রাত্রি দিন
হারিয়ে যাবো একদিন আমি রব না এই ভুবনে চির দিন
হারিয়ে যাবো একদিন আমি রব না এই ভুবনে চির দিন