যতদূরে বাংলা লিরিক্স | Jotodurey Lyrics by Warfaze | Bangla Lyrics Dairy |
যতদূরে বাংলা লিরিক্স | Jotodurey Lyrics by ওয়ারফেজ | Warfaze | Bangla Lyrics Dairy
- Song: Joto Durey
- Vocal: Balam | Mizan
- Album: Alo | Pothchola
- Band: Warfaze
যতদূরে বাংলা লিরিক্স
চুপচাপ চারিদিক মাতাল হাওয়া
পাখিদের কোলাহলে মন যে হারা
হঠাৎ দেখি তোমাকে অচেনা ছায়ায়
আমারই স্বপ্নে আঁকা এযে তুমি…
নিঃশব্দে এলে তুমি আমারই ভুবনে
গোধূলি হয়ে রবে তুমি আমারই চিরকাল…
যতদূরেই থাকো রবে আমারই
হারিয়ে যেও না কখনো তুমি
যতদূরেই থাকো রবে আমারই
হারিয়ে যেও না কখনো তুমি।
কত কাল রয়েছি তোমারই পথ চেয়ে
কত রাত কেটেছে তোমারই আশাতে
ও…কত কাল রয়েছি তোমারই পথ চেয়ে
কত রাত কেটেছে তোমারই আশাতে
যতদূরেই থাকো রবে আমারই
হারিয়ে যেও না কখনো তুমি
যতদূরেই থাকো রবে আমারই
হারিয়ে যেও না কখনো তুমি।
চুপচাপ চারিদিক মাতাল হাওয়া
পাখিদের কোলাহলে মন যে হারা
হঠাৎ দেখি তোমাকে অচেনা ছায়ায়
আমারই স্বপ্নে আঁকা এযে তুমি…
নিঃশব্দে এলে তুমি আমারই ভুবনে
গোধূলি হয়ে রবে তুমি আমারই চিরকাল…
যতদূরেই থাকো রবে আমারই
হারিয়ে যেও না কখনো তুমি
যতদূরেই থাকো রবে আমারই
হারিয়ে যেও না কখনো তুমি।