Search Suggest

Hindu Muslim Somporko Kobita হিন্দু মুসলিম সম্পর্ক কবিতা | কাজী নজরুল ইসলাম

Hindu Muslim Somporko Kobita হিন্দু মুসলিম সম্পর্ক কবিতা | কাজী নজরুল ইসলাম | Bangla Lyrics Dairy

Hindu Muslim Somporko Kobita হিন্দু মুসলিম সম্পর্ক কবিতা | কাজী নজরুল ইসলাম | Bangla Lyrics Dairy

হিন্দু মুসলমান কবিতার মূলভাব

এ সম্পর্কে কবি লিখেছেন-'আমি হিন্দু-মুসলমানের পরিপূর্ণ মিলনে বিশ্বাসী; তাই তাদের এ সংস্কারে আঘাত হানার জন্যই মুসলমানী শব্দ ব্যবহার করি, বা হিন্দু দেব-দেবীর নাম নিই। অবশ্য এর জন্য অনেক জায়গায় আমার কাব্যের সৌন্দর্যহানি হয়েছে। তবু আমি জেনেশুনেই তা করেছি।

হিন্দু-মুসলিম সম্পর্ক
কাজী নজরুল ইসলাম

 হিন্দু-মুসলিম দুটি ভাই 

ভারতের দুই আঁখি তারা 

এক বাগানে দুটি তরু দেবদারু আর কদম চারা।। 


যেন গঙ্গা সিন্ধু নদী 

যায় গো বয়ে নিরবধি 

এক হিমালয় হতে আসে, এক সাগরে হয় গো হারা।। 


বুলবুল আর কোকিল পাখী 

এক কাননে যায় গো ডাকি, 

ভাগীরথী যমুনা বয় মায়ের চোখের যুগল ধারা।। 


ঝগড়া করে ভায়ে ভায়ে 

এক জননীর কোল লয়ে 

মধুর যে এ কলহ ভাই পিঠোপিঠী ভায়ের পারা।। 


পেটে ধরা ছেলের চেয়ে চোখে ধরারা মায়া বেশী, 

অতিথী ছিল অতীতে, আজ সে সখা প্রতিবেশী। 

ফুল পাতিয়ে গোলাপ বেলী 

একই মায়ের বুকে খেলি, 

পাগলা তা'রা আল্লা ভগবানে ভাবে ভিন্ন যারা।।

হিন্দু মুসলিম সম্পর্ক কবিতা, হিন্দু মুসলিম ভাই ভাই কবিতা, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম কবিতা, হিন্দু মুসলিম প্রেমের কবিতা, হিন্দু মুসলমান কবিতার প্রশ্ন উত্তর, হিন্দু মুসলমান কবিতার মূলভাব, সাম্য কবিতা কাজী নজরুল ইসলাম, হিন্দু মুসলমান কবিতা pdf, হিন্দু-মুসলিম সম্পর্ক কবিতা, কাজী নজরুল ইসলামের সেরা কবিতা, নজরুলের বিখ্যাত কবিতা, বাংলার সেরা কবিতা, নজরুলের কবিতা, Hindu Muslim Somporko Kobita,


একটি মন্তব্য পোস্ট করুন