Search Suggest

Lichu chor kobita lyrics লিচু চোর কবিতা লিরিক্স। কাজী নজরুল ইসলাম | Babuder Talpukure | Bengali Rhymes

কাজী নজরুল ইসলাম কবিতা সমগ্র, লিচু চোর পুরো কবিতা lyrics, লিচু চোর কবিতা কোন কাব্যগ্রন্থের, কাজী নজরুল ইসলাম এর ছোটদের কবিতা, কাজী নজরুল ইসলামের কবিতা

Lichu chor kobita lyrics  লিচু চোর কবিতা লিরিক্স। কাজী নজরুল ইসলাম । বাংলা লিরিক্স ডাইরী


Lichu chor kobita lyrics  লিচু চোর কবিতা লিরিক্স। কাজী নজরুল ইসলাম । বাংলা লিরিক্স ডাইরী

লিচু চোর
কাজী নজরুল ইসলাম

 বাবুদের তাল-পুকুরে

হাবুদের ডাল-কুকুরে

সে কি বাস করলে তাড়া,

বলি থাম একটু দাড়া।


পুকুরের ঐ কাছে না

লিচুর এক গাছ আছে না

হোথা না আস্তে গিয়ে

য়্যাব্বড় কাস্তে নিয়ে

গাছে গো যেই চড়েছি

ছোট এক ডাল ধরেছি,


ও বাবা মড়াত করে

পড়েছি সরাত জোরে।

পড়বি পড় মালীর ঘাড়েই,

সে ছিল গাছের আড়েই।

ব্যাটা ভাই বড় নচ্ছার,

ধুমাধুম গোটা দুচ্চার

দিলে খুব কিল ও ঘুষি

একদম জোরসে ঠুসি।


আমিও বাগিয়ে থাপড়

দে হাওয়া চাপিয়ে কাপড়

লাফিয়ে ডিঙনু দেয়াল,

দেখি এক ভিটরে শেয়াল!

ও বাবা শেয়াল কোথা

ভেলোটা দাড়িয়ে হোথা

দেখে যেই আঁতকে ওঠা

কুকুরও জাড়লে ছোটা!

আমি কই কম্ম কাবার

কুকুরেই করবে সাবাড়!


‘বাবা গো মা গো’ বলে

পাঁচিলের ফোঁকল গলে

ঢুকি গিয়ে বোসদের ঘরে,

যেন প্রাণ আসলো ধড়ে!


যাব ফের? কান মলি ভাই,

চুরিতে আর যদি যাই!

তবে মোর নামই মিছা!

কুকুরের চামড়া খিঁচা

সেকি ভাই যায় রে ভুলা-

মালীর ঐ পিটুনিগুলা!

কি বলিস? ফের হপ্তা!

তৌবা-নাক খপ্তা!


কাজী নজরুল ইসলাম কবিতা সমগ্র, লিচু চোর পুরো কবিতা lyrics, লিচু চোর কবিতা কোন কাব্যগ্রন্থের, কাজী নজরুল ইসলাম এর ছোটদের কবিতা, কাজী নজরুল ইসলামের কবিতা আবৃত্তি, লিচু কবিতা, বাবুদের তাল-পুকুরে হাবুদের ডাল-কুকুরে সে কি বাস্ করলে তাড়া বলি থাম্ একটু দাঁড়া, কাজী নজরুল ইসলামের ধর্মীয় কবিতা, কাঠ বিড়ালী কবিতা

একটি মন্তব্য পোস্ট করুন