Search Suggest

আমি শুনেছি সেদিন তুমি Ami Shunechi Sedin Tumi Lyrics | Moushumi Bhowmik

Ami Shunechi Sedin Tumi Song is Sung by Moushumi Bhowmik from Amaar Kichhu Kotha Chhilo Bengali Album. Shopno Dekhbo Bole Bengali Song lyrics Cover

আমি শুনেছি সেদিন তুমি  Ami Shunechi Sedin Tumi Lyrics | Moushumi Bhowmik | Bangla Lyrics Dairy

আমি শুনেছি সেদিন তুমি  Ami Shunechi Sedin Tumi Lyrics | Moushumi Bhowmik


Ami Shunechi Sedin Tumi Lyrics by Moushumi Bhowmik :

Ami Shunechi Sedin Tumi Song is Sung by Moushumi Bhowmik from Amaar Kichhu Kotha Chhilo Bengali Album. Shopno Dekhbo Bole Bengali Song lyrics Cover version Song is Sung by Iman Chakraborty, Rishi Panda, Sohini Soha, Paromieta Majumder And Many Various Artists. Music Recreated by Arun Dasgupta. Swapno Dekhbo Bole Song Recording, Mixing & Mastering by NoiseZone.


Song Info:

Song : Ami Shunechi Sedin Tumi

Album : Amar Kichu Kotha Chilo

Singer : Moushumi Bhowmik


আমি শুনেছি সেদিন তুমি লিরিক্স
মৌসুমী ভৌমিক


আমি শুনেছি সেদিন তুমি

সাগরের ঢেউয়ে চেপে,

নীল জল দিগন্ত ছুঁয়ে এসেছো।

আমি শুনেছি সেদিন তুমি

নোনবালি তীর ধরে,

বহুদুর বহুদুর হেঁটে এসেছো।

আমি কখনও যাই নি জলে,

কখনও ভাসিনি নীলে

কখনও রাখিনি চোখ ডানা মেলা গাংচিলে।

আবার যেদিন তুমি সমুদ্র স্নানে যাবে

আমাকেও সাথে নিও,

নেবে তো আমায় বল নেবে তো আমায়?


আমি শুনেছি সেদিন নাকি

তুমি তুমি তুমি মিলে,

তোমরা সদল বলে সভা করেছিলে।

আর সেদিন তোমরা নাকি অনেক জটিল ধাঁধা

না বলা অনেক কথা, কথা তুলেছিলে।

কেন শুধু শুধু ছুটে চলা, একি একি কথা বলা

নিজের জন্য বাঁচা নিজেকে নিয়ে।

যদি ভালবাসা নাই থাকে

শুধু একা একা লাগে,

কোথায় শান্তি পাব কোথায় গিয়ে?

বল কোথায় গিয়ে?


আমি শুনেছি তোমরা নাকি এখনও স্বপ্ন দেখ

এখনও গল্প লেখ গান গাও প্রাণ ভরে।

মানুষের বাঁচা মরা এখনও ভাবিয়ে তোলে

তোমাদের ভালবাসা এখনও গোলাপে ফোটে।

আস্থা হারানো এই মন নিয়ে আমি আজ

তোমাদের কাছে এসে দু হাত পেতেছি।

আমি দু চোখের গহ্বরে শুন্যতা দেখি শুধু

রাত ঘুমে আমি কোন স্বপ্ন দেখি না তাই,

স্বপ্ন দেখবো বলে, আমি দু চোখ পেতেছি,

তাই তোমাদের কাছে এসে আমি দু হাত পেতেছি।

তাই স্বপ্ন দেখবো বলে আমি দু চোখ পেতেছি।।



Ami Shunechi Sedin Tumi Song Lyrics 


Ami shunechi sedin tumi sagorer dhheu e chepe

Neel jol digonto chuye esecho

Ami sunechi sedin tumi nonabali teer dhore

Bohudur hete esecho

Ami kokhono jaini jole kokhono vashini neel e

Kokhono rakhini chokh dana mela gangchile

Abar jedin tumi somudro snane jabe amakeo sathe nio

Nebe to amay bolo nebe to amay

Tai shopno dekhbo bole ami duchokh petechi

Tai tomader kache ese ami du haat petechi

Tai swopno dekhbo bole ami duchokh petechi


একটি মন্তব্য পোস্ট করুন