বিরহ আগুন Biroho Agun bangla song lyrics By Arman Alif
Biroho Agun Lyrics by Arman Alif :
Biroho Agun Song Is Sung by Arman Alif. Starring : Shuvro Mehrazz And Liyana Liya. Music Composed by Mushfiq Litu And Tui Valobasha Kore Diye Obosad Lyrics In Bengali Written by Proshenjit Mondal.
Song Info:
Song : Biroho Agun
Singer : Arman Alif
Lyric & Tune : Proshenjit Mondal
Music : Mushfiq Litu
Direction : Visualizer Workshop
Dop : Forhad Hossain
Edit : Mamun, Vfx : Sagor
Color : Ashiquzzaman Apu
Label : DP MUSIC Station
বিরহ আগুন লিরিক্স
আরমান আলিফ
একটু একটু করে রাত্রি বাড়ে
আঁধারেও দেখা যায় সব,
আঁধারের আয়নাতে সারারাত
চলে তোর স্মৃতি উচ্ছল।
স্মৃতিরা পুড়ায়, আগুন জ্বালায়
বিরহ আগুনে করি নিশি স্নান,
তবুও তোর কথা মনে পড়লেই
জীবনটা হয়ে ওঠে কষ্টের গান..
তুই ভালোবাসা করে দিয়ে অবসাদ
বেদনার নীলে নীলে,
ভরে দিলি এ হৃদয়ের আসমান।।
ভালোবাসে যে মানুষ
ভালোবাসা হারালে সে কাঁদে হায়,
ছলনার মন যার
ভাঙনের খেলা সে খেলে যায়।
ও.. ভালোবাসে যে মানুষ
ভালোবাসা হারালে সে কাঁদে হায়,
ছলনার মন যার
ভাঙনের খেলা সে খেলে যায়।
ভাঙলি এ অন্তর, দিয়ে ছলনার ঝড়,
ভাঙলি এ অন্তর, দিয়ে ছলনার ঝড়
হৃদয়টা করে দিলি শ্মশান।
তুই ভালোবাসা করে দিয়ে অবসাদ
বেদনার নীলে নীলে,
ভরে দিলি এ হৃদয়ের আসমান।।
হয়তো বা সয়ে সয়ে
কষ্ট সয়ে যাব একদিন,
তোকে ছাড়া পথ চলা
হয়তোবা শিখে যাব সেইদিন।
হয়তো বা সয়ে সয়ে
কষ্ট সয়ে যাব একদিন,
তোকে ছাড়া পথ চলা
হয়তোবা শিখে যাব সেইদিন।
বয়ে যাবে দিন যত
ঘা শুকিয়ে রবে ক্ষত,
বয়ে যাবে দিন যত
ঘা শুকিয়ে রবে ক্ষত,
শুকালেও ভুল তার থাকে গান।
তুই ভালোবাসা করে দিয়ে অবসাদ
বেদনার নীলে নীলে,
ভরে দিলি এ হৃদয়ের আসমান।
তুই ভালোবাসা করে দিয়ে অবসাদ
বেদনার নীলে নীলে,
ভরে দিলি এ হৃদয়ের আসমান।
Biroho Agun Song Lyrics In Bengali
Ektu ektu kore raatri bare
Andhareo dekha jaay sob
Andharer aaynate sararaat
Chole tor smriti uchchol
Smritara puray, agun jwalay
Biroho agune kori nishi snan
Tobuo tor kotha mone porlei
Jibon ta hoye othe koster gaan
Tui bhalobasha kore diye obosad
Bedonar nile nile
Bhore dili e hridoyer asmaan