Search Suggest

সূচনা কেমন আছো লিরিক্স । SUCHONA KEMON ACHO BANGLA LYRICS

সূচনা, কেমন আছো  SUCHONA KEMON ACHO BANGLA LYRICS

SUCHONA KEMON ACHO Song Info:

শিল্পীঃ ডিজিটাল

অ্যালবামঃ একা

সূচনা, কেমন আছো

সূচনা, কেমন আছো, কোথায় আছো জানিনা।

সুখে থেকো এইটুকু মোর কামনা, সূচনা।।

কথার মালা দিয়ে গেথেছিলাম, ভালোবাসার গান

সূরের প্রতিমা গড়েছিলাম, দিয়ে মনপ্রাণ।।

ভেঙ্গে গেছে কত আশা, ভেঙ্গেছে সুর-সাধনা, সূচনা

সূচনা, কেমন আছো, কোথায় আছো জানিনা

ফেলেছো কি তুমি কখনো, দু’ফোঁটা চোখের জল

ঘুমহীন মোর দুটি চোখে, জলে ছলছল।।

প্রেম চিঠি লিখবো না আর, আর কখনো কাঁদবো না, সূচনা

সূচনা, কেমন আছো, কোথায় আছো জানিনা

সূচনা, কেমন আছো, কোথায় আছো জানিনা।।

সুখে থেকো, এইটুকু মোর কামনা,

একটি মন্তব্য পোস্ট করুন