ভেবে বলনা তুই Bhebe Bolna Tui Bangla Lyrics Song By Mahtim Shakib
Bhebe Bolna Tui Lyrics by Mahtim Shakib :
Bhebe Bolna Tui Song is Sung by Mahtim Shakib Bengali Song. Music Composed by And Vebe Bolna Tui Valobasish Kina Lyrics In Bengali Written by Ahmed Razeeb.
Song Info:
Song : Bhebe Bolna Tui
Singer : Mahtim Shakib
Lyric, Tune & Music : Ahmed Razeeb
Direction : Soumitra Ghose Emon
DOP : Kawsar Ahmed
Post : Rain Drops
Label : Soundtek
ভেবে বলনা তুই
মহাতিম শাকিব
চাইছি তোর এ চোখে
থাকবে শুধু ঘোর,
ভুলবি তুই আমায় নিয়ে
দুঃখ যত তোর।
চাইছি তুই আবার এসে
রাখবি হাতে হাত,
কাঁধে তোর মাথা রেখে
আসবে রে প্রভাত ..
ভেবে বলনা তুই ভালোবাসিস কিনা?
ভেবে দেখনা তুই ভালোআছিস কিনা।
চাইছে মন তোর আলোতে
হাঁটবে পুরোটা পথ,
ভাঙ্গবোনা জেনে রাখিস
ভালোবাসার শপথ।
শোননা তুই মনের কথা
নয়তো কল্পনা,
বাঁচবোনা না তুই ছাড়া
মিথ্যে গল্প না ..
ভেবে বলনা তুই ভালোবাসিস কি না?
ভেবে দেখনা তুই ভালোআছিস কি না।
চাইছি তোর এ চোখে
থাকবে শুধু ঘোর,
ভুলবি তুই আমায় নিয়ে
দুঃখ যত তোর।
চাইছি তুই আবার এসে
রাখবি হাতে হাত,
কাঁধে তোর মাথা রেখে
আসবে রে প্রভাত ..
ভেবে বল না তুই ভালোবাসিস কিনা?
ভেবে দেখ না তুই ভালোআছিস কিনা।
Vhebe Bolna Tui Bengali Song Lyrics
Chaichi tor e duchokhe
Thakbe shudhu ghor,
Vulbee tui amay niye
Dukkho joto tor
Chaichi tui abar ese
Rakhbi haate haat
Kadhe tor matha rekhe
Asbe re probhat
Vebe bolna tui valobasish kina
Vebe dekhna tui valoachis kina