আমার স্বপ্নগুলো লিরিক্স । Amar Shopno Gulo Bangla Lyrics By Agun

আমার স্বপ্নগুলো Amar Shopno Gulo Bangla Lyrics By Agun

Song Info:
Amar Shopno Gulo - আমার স্বপ্নগুলো
Agun

আমার স্বপ্নগুলো
Agun

 আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয়
মনটা কেন বারেবারে ভেঙ্গে যায়
আমার কবিতগুলো প্রতি দিন ছন্দ হারায়
তোমার স্মৃতিগুলো প্রতি রাতে আমাকে কাঁদায়

আশার সমাধি ঘিরে
সেই পাখি আজো গান গায়
একাকী হেটে চলেছি আমি
হৃদয় মরুর আঙিনায়
এক সুখের বৃষ্টি এসেছিলো
ক্ষনে ক্ষনে তাই মনে হয়

কাব্য কবিতার ঘিরে
সত্যি মিথ্যার স্থান পায়
আমার আকাশের সব মেঘগুলো
দুখের বৃষ্টি হয়ে ঝরে যায়
বেদনার দুচোখ জুড়ে ক্লান্তি
সব কিছু অভিনয় মনে হয়

আমার স্বপ্নগুলো কেন এমন স্বপ্ন হয়
এমনটা কেন বারেবারে ভেঙ্গে যায়
আমার কবিতগুলো প্রতিটি ছন্দ হারায়
তোমার স্মৃতিগুলো প্রতি রাতে আমাকে কাঁদায়

একটি মন্তব্য পোস্ট করুন

নবীনতর পূর্বতন