Vaaste Bengali Version Lyrics :
- Song : Vaaste
- Singer : Pratik Kundu & Pijush Das
- Lyrics : Pratik, Pijush
- Piano : Dipesh Chakraborty
- Videography : Rony
Original Credits :
- Singers : Dhvani Bhanushali & Nikhil D’Souza
- Music : Tanishk Bagchi
- Lyrics: Arafat Mehmood
- Video By : Radhika Rao & Vinay Sapru
- Music Label : T-Series
Vaaste Bengali Version Song Lyrics
ওই দূরে আকাশে, যেই ছবি মেঘ আঁকে
সেই ছবির নেই যে নাম ঠিকানা।
এই আলো ছায়াতে, ফেরারি হওয়াতে
রামধনু সাজানো বাহানায়।
আর এই সাত রঙে রাঙানো,
গানে গানেতে ঘুমোনো,
কিছু স্মৃতিরা ডেকেছে সাথে আয়।
আর এই আনমনা বিকেলে,
বৃষ্টি জানবে না তুই এলে,
আমি ভিজবো একা একা সাথে আয়।
ওই দূরে আকাশে, যেই ছবি মেঘ আঁকে
সেই ছবির নেই যে নাম.. ঠিকানা।
মনের আড়ালে, ফিরে তাকালে
ভেসে গেছি উজানে।
তুলির টানে, কখন কে জানে
ছুঁয়ে গেছি আনমনে।
উম.. মনের আড়ালে, ফিরে তাকালে
ভেসে গেছি উজানে।
তুলির টানে, কখন কে জানে
ভেসে গেছি আনমনে।
রূপকথায়ও চাইছে দু'হাত
তোকে পাওয়ার নেই অজুহাত..
ওই দূরে আকাশে, যেখানে মেঘ ভাসে
সেইখানে সত্যি হোক কল্পনা।
এই আলো ছায়াতে, ফেরারি হওয়াতে
আবছায়া হয়ে যাক জল্পনা।
আর সেই সাত রঙে রাঙানো,
গানে গানেতে ঘুমোনো,
কিছু স্মৃতিরা ডেকেছে সাথে আয়।
আর এই আনমনা বিকেলে,
বৃষ্টি জানবে না তুই এলে,
আমি ভিজবো একা একা.. সাথে আয়।
Vaaste Bengali Version Song Lyrics
Oi dure akashe jei chobi megh ankeSei chobir nei je naam thikana
Ei aalo chayate pherari hawate
Ramdhanu sajano bahanay
Aar ei saat ronge ranagano
Gaane gaanete ghumono
Kichu smriti ra dekeche sathe aay
Aar ei aanmona bikele
Bristi janbe na tui ele
Ami vijbo eka eka sathe aye