Search Suggest

Tahsan - Onubhuti (অনুভূতি) Lyrics


Tahsan - Onubhuti (অনুভূতি) Lyrics

Song Info:
Onubhuti - অনুভূতি
Tahsan

অনুভূতি
Tahsan
 অনুভূতিগুলোকে ভাষায় ফেলতে চাই
যেন বুঝতে পারো আমায়
দুর্বোধ্য হবার নেই যে সময়,
তবুও সব বিমূর্ত হয়ে যায়...

বুঝতে তুমি চাও নি হৃদয় আমার
একাকী অস্থিরতায়
হয়তোবা ভুলগুলো আমার ছিল
লুকোনো অনুভূতির ভাষায়...

বর্ণ খুঁজি আমি বর্ণ খুঁজি
খুঁজতে চাই তোমায় এই কুয়াশায়
আগলে রাখা বর্ণগুলো তোমার
ঘন কুয়াশায় মিলিয়ে যায়

বুঝতে তুমি চাও নি হৃদয় আমার
একাকী অস্থিরতায়
হয়তোবা ভুলগুলো আমার ছিল
লুকোনো অনুভূতির ভাষায়...





একটি মন্তব্য পোস্ট করুন