Search Suggest

পোস্টগুলি

তাল তমাল Taal Tomal Bangla Lyrics By - Lalon Band

তাল তমাল Taal Tomal Bangla Lyrics By - Lalon Band


Song Info:

তাল তমাল
ব্যান্ড: লালন
অ্যালবাম: ক্ষ্যাপা



তাল তমাল
লালন

তাল তমালের বনেতে
আগুন লাগে মনেতে
বন্ধু আমার বুনো হাওয়া
সুখ হইলো না প্রাণেতে

শহর নগর বন্দরে
ঘুরি আমি ঘুরি রে,
ভাব লাগেনা মনেতে
অভাবে দিন গেলো রে

সকাল দুপুর সন্ধ্যা গেলো,
সূর্য্য ঢেকে আধারে
নদী পাহাড় সাগরে
খুজি আমি কাহারে।

এখন কোন গল্প নাই
গল্পে কোন কথা নাই
দিনও মানে সূর্য নাই
রাতে কোন চন্দ্র নাই

না হইলোনা কথা বলা
কি পরিবো গলেতে
গল্প করি কাহারে
কবে পাবো তাহারে

বন্ধু আমার বুনো হাওয়া
সুখ হলোনা প্রাণেতে
তাল তমালের বনেতে,
আগুন লাগে মনেতে

একটি মন্তব্য পোস্ট করুন