Subir Nandi – Neshar Latim (নেশার
লাটিম) Lyrics
নেশার
লাটিম ঝিম ধরেছে,
চোখের তারায় রং জমেছে,
এখন কোনো দুঃখ নেই,
নেই কোনো ভাবনা,
এমন করেই দিন যদি যায় যাক না।
নেশার লাটিম ঝিম ধরেছে,
চোখের তারায় রং জমেছে,
এখন কোনো দুঃখ নেই,
নেই কোনো ভাবনা,
এমন করেই দিন যদি যায় যাক না।
নেশার লাটিম ঝিম ধরেছে,
চোখের তারায় রং ধরেছে।
জরি দিয়ে যেমন ওঝা,
নামায় সাপের বিষ।
রসের হাড়ি তেমনি আমায়,
বিষের মারে কিশ।
এখন পেটে রস পরেছে,
তাই তো সুখের ঢেউ জেগেছে।
দুঃখ হলে ভাবনা বাড়ে,
ভাবনা হলেই দুঃখ বাড়ে।
বেশ তো মজা গোলক ধাধার খেলা!
সাধে কি আর জীবনটাকে,
হাতের তালির ফাকে ফাকে,
হাসিমুখে করি হেলা খেলা।
মুগুর দেখে কুকুর যেমন,
পালায় লেঙ্গুর তুলে।
ভাবনা গুলো তেমনি ভাবায়,
রসের বোতল খুলে।
এখন রসের বান ডেকেছে,
তাই তো গানের সুর লেগেছে।
এখন কোনো দুঃখ নেই,
নেই কোনো ভাবনা।
এমনি করে দিন যদি যায় যাক না।
নেশার লাটিম ঝিম ধরেছে,
চোখের তারায় রং জমেছে।
নেশার লাটিম ঝিম ধরেছে,
চোখের তারায় রং জমেছে।
চোখের তারায় রং জমেছে,
এখন কোনো দুঃখ নেই,
নেই কোনো ভাবনা,
এমন করেই দিন যদি যায় যাক না।
নেশার লাটিম ঝিম ধরেছে,
চোখের তারায় রং জমেছে,
এখন কোনো দুঃখ নেই,
নেই কোনো ভাবনা,
এমন করেই দিন যদি যায় যাক না।
নেশার লাটিম ঝিম ধরেছে,
চোখের তারায় রং ধরেছে।
জরি দিয়ে যেমন ওঝা,
নামায় সাপের বিষ।
রসের হাড়ি তেমনি আমায়,
বিষের মারে কিশ।
এখন পেটে রস পরেছে,
তাই তো সুখের ঢেউ জেগেছে।
দুঃখ হলে ভাবনা বাড়ে,
ভাবনা হলেই দুঃখ বাড়ে।
বেশ তো মজা গোলক ধাধার খেলা!
সাধে কি আর জীবনটাকে,
হাতের তালির ফাকে ফাকে,
হাসিমুখে করি হেলা খেলা।
মুগুর দেখে কুকুর যেমন,
পালায় লেঙ্গুর তুলে।
ভাবনা গুলো তেমনি ভাবায়,
রসের বোতল খুলে।
এখন রসের বান ডেকেছে,
তাই তো গানের সুর লেগেছে।
এখন কোনো দুঃখ নেই,
নেই কোনো ভাবনা।
এমনি করে দিন যদি যায় যাক না।
নেশার লাটিম ঝিম ধরেছে,
চোখের তারায় রং জমেছে।
নেশার লাটিম ঝিম ধরেছে,
চোখের তারায় রং জমেছে।
Neshar Latim - নেশার
লাটিম Mp3
Song Info:
Neshar Latim
Subir Nandi
Neshar Latim
Subir Nandi
Tags: Subir Nandi – Neshar Latim Lyrics নেশার লাটিম, Subir Nandi – Neshar
Latim Valo Lyrics, Subir Nandi – নেশার
লাটিম Lyrics, Neshar
Latim Valo Mp3 Audio, Subir Nandi Lyrics, নেশার
লাটিম, Neshar Latim
Valo Audio Lyrics, নেশার
লাটিম Lyrics, Neshar
Latim Valo, নেশার লাটিম