Subir Nandi – Koto Je Tomake Besechi Valo Lyrics কত যে তোমাকে
বেসেছি ভালো
কত যে তোমাকে বেসেছি
ভালো
সে কথা তুমি যদি জানতে
কত যে তোমাকে বেসেছি ভালো
সে কথা তুমি যদি জানতে
এই হৃদয় চিঁড়ে যদি দেখানো যেতো
হৃদয় চিঁড়ে যদি দেখানো যেতো
আমি যে তোমার তুমি মানতে
সে কথা তুমি যদি জানতে
কত যে তোমাকে বেসেছি ভালো
সে কথা তুমি যদি জানতে
ওই দু'টি চোখ যেন জলে ফোটা পদ্ম
যত দেখি তৃষ্ণা মিটে না
যত দেখি তৃষ্ণা মিটে না
ভীরু দু'টি বাঁকা ঠোঁটে পূর্ণিমা চাঁদ ওঠে
হাসলেই ঝরে পড়ে জোছনা
হাসলেই ঝরে পড়ে জোছনা
আমি এই রূপ দেখে দেখে মরতে পারি
তেমনি পারি ওগো বাঁচতে
সে কথা তুমি যদি জানতে
কত যে তোমাকে বেসেছি ভালো
সে কথা তুমি যদি জানতে
ওই কালো কেশ তুমি ছড়ালে যখন
মেঘেরাও পেলো যেন লজ্জা
মেঘেরাও পেলো যেন লজ্জা
আকাশের তারা গুলো বাসর সাজিয়ে দিলো
মধুময় হলো ফুলসজ্জা
মধুময় হলো ফুলসজ্জা
ওগো এই রাত কভু যদি শেষ না হত
জীবন বেলার শেষ প্রান্তে
সে কথা তুমি যদি জানতে
কত যে তোমাকে বেসেছি ভালো
সে কথা তুমি যদি জানতে
এই হৃদয় চিঁড়ে যদি দেখানো যেতো
আমি যে তোমার তুমি মানতে
সে কথা তুমি যদি জানতে
কত যে তোমাকে বেসেছি ভালো
সে কথা তুমি যদি জানতে
সে কথা তুমি যদি জানতে
কত যে তোমাকে বেসেছি ভালো
সে কথা তুমি যদি জানতে
এই হৃদয় চিঁড়ে যদি দেখানো যেতো
হৃদয় চিঁড়ে যদি দেখানো যেতো
আমি যে তোমার তুমি মানতে
সে কথা তুমি যদি জানতে
কত যে তোমাকে বেসেছি ভালো
সে কথা তুমি যদি জানতে
ওই দু'টি চোখ যেন জলে ফোটা পদ্ম
যত দেখি তৃষ্ণা মিটে না
যত দেখি তৃষ্ণা মিটে না
ভীরু দু'টি বাঁকা ঠোঁটে পূর্ণিমা চাঁদ ওঠে
হাসলেই ঝরে পড়ে জোছনা
হাসলেই ঝরে পড়ে জোছনা
আমি এই রূপ দেখে দেখে মরতে পারি
তেমনি পারি ওগো বাঁচতে
সে কথা তুমি যদি জানতে
কত যে তোমাকে বেসেছি ভালো
সে কথা তুমি যদি জানতে
ওই কালো কেশ তুমি ছড়ালে যখন
মেঘেরাও পেলো যেন লজ্জা
মেঘেরাও পেলো যেন লজ্জা
আকাশের তারা গুলো বাসর সাজিয়ে দিলো
মধুময় হলো ফুলসজ্জা
মধুময় হলো ফুলসজ্জা
ওগো এই রাত কভু যদি শেষ না হত
জীবন বেলার শেষ প্রান্তে
সে কথা তুমি যদি জানতে
কত যে তোমাকে বেসেছি ভালো
সে কথা তুমি যদি জানতে
এই হৃদয় চিঁড়ে যদি দেখানো যেতো
আমি যে তোমার তুমি মানতে
সে কথা তুমি যদি জানতে
কত যে তোমাকে বেসেছি ভালো
সে কথা তুমি যদি জানতে
Koto Je Tomake Besechi Valo Mp3
Song Info:
Koto Je Tomake Besechi Valo
Subir Nandi
Koto Je Tomake Besechi Valo
Subir Nandi
Tags: Subir Nandi – Koto Je Tomake Besechi Valo Lyrics কত যে তোমাকে
বেসেছি ভালো, Subir Nandi – Koto Je
Tomake Besechi Valo Lyrics, Subir Nandi – কত
যে তোমাকে বেসেছি ভালো Lyrics, Koto Je Tomake
Besechi Valo Mp3 Audio, Subir Nandi Lyrics, কত
যে তোমাকে বেসেছি ভালো, Koto Je Tomake Besechi
Valo Audio Lyrics, কত যে তোমাকে বেসেছি
ভালো Lyrics, Koto Je
Tomake Besechi Valo, কত
যে তোমাকে বেসেছি ভালো