Search Suggest

পোস্টগুলি

Subir Nandi – Amar E Duti Chokh (আমার এ দুটি চোখ) Lyrics

Subir Nandi – Amar E Duti Chokh (আমার দুটি চোখ) Lyrics

আমার দুটি চোখ পাথর তো নয়
তবু কেন ক্ষয়ে ক্ষয়ে যায়
কখনো নদীর মত তোমার পথের পানে
বয়ে বয়ে যায়

আমার দুটি চোখ পাথর তো নয়
তবু কেন ক্ষয়ে ক্ষয়ে যায়
কখনো নদীর মত তোমার পথের পানে
বয়ে বয়ে যায়
বয়ে বয়ে যায়

আমিতো বাগান নই তবু কেন ফোটে ফুল
ফাগুনে ফিরে আসে ভ্রমরের মত ভুল

আমিতো বাগান নই তবু কেন ফোটে ফুল
ফাগুনে ফিরে আসে ভ্রমরের মত ভুল
কত বরষায় আমার হৃদয় শুধু মেঘ হয়ে যায়

আমার দুটি চোখ পাথর তো নয়
তবু কেন ক্ষয়ে ক্ষয়ে যায়
কখনো নদীর মত তোমার পথের পানে
বয়ে বয়ে যায়

শুনিতে চাইনা গান তবু সুর ফিরে আসে
স্বপ্নের বাঁশী বাজে জীবনের বারো মাসে-

শুনিতে চাইনা গান তবু সুর ফিরে আসে
স্বপ্নের বাঁশী বাজে জীবনের বারো মাসে-

কত রাত্রিতে আমার প্রদীপ শুধু
জ্বলে জ্বলে যায়
জ্বলে জ্বলে যায়।

আমার দুটি চোখ পাথর তো নয়
তবু কেন ক্ষয়ে ক্ষয়ে যায়
কখনো নদীর মত তোমার পথের পানে
বয়ে বয়ে যায়
বয়ে বয়ে যায়




Amar E Duti Chokh Mp3


Song Info:
Amar E Duti Chokh

একটি মন্তব্য পোস্ট করুন