Search Suggest

Sheikh Ishtiak - Nilanjona (নীলাঞ্জনা) Lyrics

Sheikh Ishtiak - Nilanjona (নীলাঞ্জনা) Lyrics

Song Info:
Nilanjona - নীলাঞ্জনা
Sheikh Ishtiak

নীলাঞ্জনা
Sheikh Ishtiak

 নীলাঞ্জনা..
ওই নীল নীল চোখে চেয়ে দেখনা,
তোমার ওই দুটি চোখে আমি হারিয়ে গেছি
আমি বোঝাতেতো কিছু পারি না।
নীলাঞ্জনা..

বিরহ ব্যথাতে মন ভেঙ্গে যায়
না পাওয়ার আঁধারে খুঁজেছি তোমায়,
কতগুলো ফাগুন গিয়েছে ফিরে
আশাগুলো কেঁদেছে তোমার দ্বারে।
আজ সব ব্যথা ভুলে যাব
চেয়ে দেখনা,
তোমার ওই দুটি চোখে আমি হারিয়ে গেছি
আমি বোঝাতেতো কিছু পারি না।
নীলাঞ্জনা..

বহুদিন পরে এসেছে মধুমাস
তোমার যতসুখ সে তো আমার সন্ন্যাস,
মেঘের ডানায় রূপে সোনালী ছায়া
প্রেমে ভরা চোখে সুখের নেই সীমানা।
সেই সুখ চোখে নিয়ে আমায় সুখি করনা,
তোমার ওই দুটি চোখে আমি হারিয়ে গেছি
আমি বোঝাতেতো কিছু পারি না।

নীলাঞ্জনা..
ওই নীল নীল চোখে চেয়ে দেখনা
তোমার ওই দুটি চোখে আমি হারিয়ে গেছি
আমি বোঝাতেতো কিছু পারি না
নীলাঞ্জনা..


একটি মন্তব্য পোস্ট করুন